হ্যারি পটার রিইউনিয়ন: এমা-টমের বিয়ে দেখতে চান ভক্তরা!
বিশ্বব্যাপী অনলাইন স্ট্রিমিং চলছে 'হ্যারি পটার টুয়েন্টিথ অ্যানিভার্সারি রিইউনিয়ন স্পেশাল 'রিটার্ন টু হগওয়ার্টস-এর। এতগুলো বছর বাদে প্রিয় হ্যারি পটার তারকাদের আবারও এক হতে দেখে আবেগ ও আনন্দমিশ্রিত অনুভূতি প্রকাশ করেছেন ভক্তরা।
এইচবিও ম্যাক্স প্রচারিত এই বিশেষ ছবিটি নিয়ে এরই মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে হ্যারি পটার ভক্তদের মধ্যে। হগওয়ার্টসের পুরনো স্মৃতিচারণের পাশাপাশি ছবিরই দুই তারকা এবার বাস্তব জুটি হিসেবে হাজির হয়েছেন তাদের সামনে। সেই জুটি আরও কেউ নন বরং এমা ওয়াটসন এবং টম ফেলটন।
রিটার্ন টু হগওয়ার্টস-এ হ্যারি পটার সিরিজ নির্মাণের সময়কার স্মৃতিচারণ করেছেন ছবির তারকারা। ছবিতে হার্মিওনির ভূমিকায় থাকা এমা জানিয়েছেন, ড্রেকো ম্যালফয়ের ভূমিকায় থাকা সহশিল্পী টম ফেলটনের উপর তখন থেকেই বড় রকম অনুরাগ ছিল তার!
দুই তারকার সম্পর্কের কেমিস্ট্রি পর্দায় জানানোর পরপরই তাদের সমর্থন দিতে ভোলেননি ভক্তরা। বিশেষ করে একটি দৃশ্যে এমা ও টম একে অপরের দিকে তাকিয়ে আছেন এবং আলিঙ্গন করছেন, এমন ছবি ভক্তদের নজর কেড়েছে।
ছবিটি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ লিখেছেন, 'দেখো, তার মুয়খের দিকে একবার দেখো। কতটা নমনীয়! এমার নাচ নিয়ে তার সাথে মজা করছেন টম, এমন একটি দৃশ্যের ছবি শেয়ার করে আরেকজন টুইটারে লিখেছেন, "হ্যারি পটারে টম এবং এমার এই বন্ধুত্বের ব্যাপারটা আমার সবচেয়ে প্রিয়।"
শুধু ছবি শেয়ার করেই থেমে থাকেননি হ্যারি পটার ভক্তরা, টম এবং এমা কবে বিয়ে করছেন সেটিও জানতে চেয়েছেন তারা।
পুনর্মিলনীতে এমা টমের প্রেমে পড়ার সমএর স্মৃতিচারণ করেছেন। এমা বলেন, "আমি একদিন ঘরের ভেতরে ঢুকলাম এবং দেখলাম আমাদের টিউটরিং চলছে। আমাদের বলা হয়েছিল আমরা কিভাবে ঈশ্বরকে কল্পনা করি তার একটা ছবি আঁকতে। টম একেছিল স্কেটবোর্ডে দাঁড়ানো ক্যাপ পরা এক মেয়ের ছবি। ওই মুহূর্তেই আমি ওর প্রেমে পড়ে গিয়েছিলাম!"
এদিকে টম স্বীকার করেছেন, এমার তার প্রতি অনুরাগের বিষয়টি তিনি জানলেও সাথে সাথেই ধরা দেননি। তবে তিনি এমার ব্যাপারে সবকিছু খেয়াল করতেন। টম বলেন, 'আমি বোধহয় একদিন বসে বসে মেকআপ নিচ্ছিলাম এবং ছবির ডায়লগ বলার মাঝেই কেউ একজন বললো যে, এমার তোমাকে বেশ পছন্দ করে। এরপর থেকেই ওর ব্যাপারে আমি নজর রাখতে শুরু করি। হ্যাঁ, আমার সবসময়ই তার জন্য অনুভূতি ছিল এবং তা আজও আছে।"
সূত্র: হিন্দুস্তান টাইমস