কন্যা সন্তান এলো তিশা-ফারুকীর সংসারে
বুধবার (৫ জানুয়ারি) তাদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন প্রখ্যাত পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
মেয়ের নাম তারা রেখেছেন ইলহাম নুসরাত ফারুকী।
ফারুকী এবং তিশা দুজনেই নিজেদের ফেসবুক প্রোফাইলে তাদের সন্তানের আগমনের কথা জানান।
তবে, সদ্যজাত সন্তানের চেহারা প্রকাশ করেননি কেউই। তিশা এবং সন্তানের সাথে একটি সাদাকালো ছবি পোস্ট করে আবেগঘন পোস্ট দেন ফারুকী।
"আমরা ভেবেছিলাম যে আমাদের আবেগ নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু আমরা যখন তাকে দেখলাম ও কোলে নিলাম, তখন আসলে কী হলো আমরা জানিনা। মুহূর্তেই আমাদের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়লো। তা ছিল কৃতজ্ঞতা এবং ভালবাসার অশ্রু," লিখেছেন ফারুকী।
"আমাদের সন্তান ও তার মাকে আপনাদের প্রার্থনায় রাখুন!" যোগ করেন তিনি।
এদিকে তিশাও তাদের মেয়ের সাথে একটি সেলফি শেয়ার করেন।
"আজ রাত ৮টা বেজে ২৭ মিনিটে নিরাপদে ঈশ্বরের বাগান থেকে মা-বাবার কোল পর্যন্ত যাত্রা করেছে সে! আলহামদুলিল্লাহ! মা ও মেয়ে দুজনেই ভালো আছেন," লিখেছেন তিশা।
ফেসবুক পোস্টেই মেয়ের নাম জানান তিশা ও ফারুকী।