এবার পঞ্চম স্বামীকে ডিভোর্স দিতে যাচ্ছেন পামেলা অ্যান্ডারসন
বছরখানেক আগে নিজের বডিগার্ড ড্যান হেহার্স্টকে স্বামী হিসেবে বেছে নিয়েছিলেন হলিউড তারকা পামেলা অ্যান্ডারসন। কিন্তু বছর না ঘুরতেই স্বামীকে ডিভোর্স দেওয়ার আবেদন করেছেন 'বেওয়াচ' তারকা।পামেলার বিচ্ছেদ-সংক্রান্ত এ খবর নিশ্চিত প্রথম নিশ্চিত করেছে গণমাধ্যম রোলিং স্টোন।
২০২২ সালের জানুয়ারিতে এ নিয়ে চতুর্থ সেলিব্রেটির বিচ্ছেদের খবর পাওয়া গেল হলিউডপাড়ায়।
২০২০ সালের ক্রিসমাসে গোপনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সেরেছিলেন এই জুটি। বিয়ের আগে লুকিয়ে কয়েক মাস প্রেম করেছেন তারা। স্বল্প পরিসরেই কেপ-স্লিভ গাউন গায়ে জড়িয়ে, ডার্ক হান্টার বুটে সজ্জিত হয়ে হেহার্স্টের সঙ্গে গাটছড়া বাধেন পামেলা।
তবে বিনোদন দুনিয়ার কাছে পামেলার বিয়ে বা বিচ্ছেদ, কোনোটাই নতুন নয়। এখনো পর্যন্ত ৫টি বিয়ে এবং ৯টি বিবাহ অনুষ্ঠান আয়োজন করেছেন এই অভিনেত্রী।
১৯৯৫ সালে টমি লি'কে বিয়ে করেন পামেলা এবং ১৯৯৮ সাল পর্যন্ত তার সাথে সংসার করেন। সেই সংসারে তার ব্র্যান্ডন থমাস লি এবং ডিলাম জ্যাগার লি নামের দুই ছেলে রয়েছে। এরপর তিনি মডেল মার্কাস শেকেনবার্গের সাথে সম্পর্কে জড়ান। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর ২০০৬ সালে বিয়ে করেন কিড রককে। এক বছর পরেই রককে ডিভোর্স দিয়ে তিনি ২০০৭ সালে রিক সলোমনকে বিয়ে করেন। সলোমনের সাথে তার বিচ্ছেদ ঘটে ২০০৮ সালে। এরপর প্রযোজক জন পিটারসকে বিয়ে করেন পামেলা এবং ২০২০ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া