ফিরে দেখা: লতা মঙ্গেশকরের হৃদয়ছোঁয়া হিন্দি ও বাংলা গান
উপমহাদেশের সঙ্গীতজগতে লতা মঙ্গেশকরের অবদান অতুলনীয়।
শুধুই কি হিন্দি, মাতৃভাষা না হওয়া সত্ত্বেও বাংলা গানে সুরসম্রাজ্ঞী সমভাবে শ্রোতাদের দশকের পর দশক অভিভূত করে রেখেছিলেন।
গায়িকা নয়, মাত্র ১৩ বছর বয়সে অভিনেত্রী হিসাবে কাজ শুরু করেন লতা। সেইসময় বাবাকে হারান লতা মঙ্গেশকর, পাঁচ ভাইবোনের কথা ভেবে ওই বয়সেই হাল ধরেন সংসারের।
১৯৪২ সালে একটি মারাঠি ছবির সৌজন্যে প্রথম গান রেকর্ড করেন তিনি। পরের বছর মারাঠি ছবি 'গাজাভাউ' এর জন্য 'মাতা এক সুপুত কি দুনিয়া বদল দে তু' গানটি রেকর্ড করেন লতা মঙ্গেশকর, এটি ছিল তার প্রথম হিন্দি গান। এরপর লতার মুম্বাইয়ে আসা এবং ওস্তাদ আমান আলি খানের কাছে ধ্রুপদী গানের তালিম পর্ব শুরু।
আরও পড়ুন- স্তব্ধ কোকিলকণ্ঠ, চলেই গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর
ধীরে ধীরে বলিউডে পায়ের নীচের মাটি শক্ত করতে শুরু করেন লতা। যদিও পদে পদে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাকে।
প্রযোজক শশধর মুখোপাধ্যায় 'শহীদ' ছবিতে লতাকে দিয়ে গান গাওয়াতে রাজি হননি, সংগীত পরিচালক গুলাম হায়দারকে তিনি বলেছিলেন, 'মেয়েটার গলাটা বড্ড সরু'।
সংগীত পরিচালক গুলাম হায়দার পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন, আগামী দিনে এই মেয়েকে দিয়ে গান গাওয়াতে পায়ে ধরবে গোটা বলিউড। এরপর তার হাত ধরেই বলিউডে প্রথম বড় ব্রেক পান লতা। মজবুর (১৯৪৮) ছবির 'দিল মেরা তোড়া, মুঝে কাহিন কা না ছোড়া' গানটি রেকর্ড করেন লতা।
আজ রোববার (৬ ফেব্রুয়ারি) ৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এ কিংবদন্তি।
আরও পড়ুন- লতা মঙ্গেশকর ৯১
চলুন আজ আরেকবার ফিরে দেখা যাক শিল্পীর হৃদয়ছোঁয়া কিছু হিন্দি ও বাংলা ভাষার সংগীত-
হিন্দি গান
- পেয়ার কিয়া তো ডারনা কেয়া
- লাগ জা গালে
- কোড়া কাগাজ থা
- কাভি কাভি মেরে দিল মে
- তেরে বিনা জিন্দেগি সে
- পেয়ার হুয়া ইকরার হুয়া
- আজিব দাসতান হ্যায় ইয়ে
- তুঝসে নারাজ নেহি জিন্দেগি
- ম্যায় চালি ম্যায় চালি
বাংলা গান
- আকাশ প্রদীপ জ্বলে
- ও মোর ময়না গো
- প্রেম একবার এসেছিল নীরবে
- নিঝুম সন্ধ্যায় শ্রান্ত পাখিরা
- আষাঢ় শ্রাবণ মানে না তো মন
- যা রে যারে উড়ে যারে পাখি
- সাত ভাই চম্পা জাগো রে
- সূত্র- হিন্দুস্তান টাইমস