কোক স্টুডিও ও উইন্ড অব চেঞ্জ নিয়ে বিদ্বেষ ছড়ানো বন্ধ করুন: ফুয়াদ
দেশের আলোচিত দুই সঙ্গীত প্ল্যাটফর্ম কোক স্টুডিও এবং উইন্ড অব চেঞ্জ নিয়ে বিদ্বেষ ছড়ানোর কঠোর সমালোচনা করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফুয়াদ-আল-মুক্তাদির। দুটি প্ল্যাটফর্মের মধ্যে তুলনাকে 'অসুস্থ তুলনা' বলে উল্লেখ করেছেন তিনি।
বুধবার এক ফেসবুক পোস্টে ফুয়াদ কোক স্টুডিওর গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নিজস্ব সংস্কৃতি ও প্রতিভাকে তুলে ধরার জন্য কোক স্টুডিও কাজ করবে বলে জানান তিনি।
এছাড়াও, কাজী হোসেন তাপসের তৈরি মিউজিক প্ল্যাটফর্ম 'উইন্ড অব চেঞ্জ'-এরও প্রশংসা করেন তিনি।বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের সাথে বাংলাদেশি শিল্পীদের কাজ করার সুযোগ তৈরি করেছে উইন্ড অব চেঞ্জ।
ফেসবুক পোস্টে ফুয়াদ লেখেন, "দুই বাংলার যত উপ-সংস্কৃতি আছে, তা অন্বেষণ করবে কোক স্টুডিও। এটা অনেক বেশি অর্গানিক এবং বিশেষ প্রতিভাবান বাংলাদেশি মিউজিশিয়ানদের তুলে ধরবে। এখানে নিজস্ব সংস্কৃতি নিয়ে গভীর অন্বেষণ ও প্রতিনিধিত্ব করার সুযোগ রয়েছে। কোক স্টুডিওর লক্ষ্য হচ্ছে আমাদের সংস্কৃতির প্রতিটি অংশকে বৈশ্বিক প্ল্যাটফর্মে তুলে ধরা এবং দেশীয় প্রতিভাকে প্রচার করা।"
তিনি আরও লেখেন, "বিদেশের সেরা মিউজিশিয়ানদের সাথে বাংলাদেশি শিল্পীদের সমন্বিতভাবে কাজ করার একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে উইন্ড অব চেঞ্জ। এখানের কম্পোজিশনগুলোর উদ্দেশ্য ছিল কিছু গানের আধুনিকায়ন এবং সঙ্গীতের নানা প্রতিবন্ধকতা দূর করা। উইন্ড অব চেঞ্জ বাংলাদেশকে গ্লোবাল মিউজিশিয়ান কমিউনিটিতে তুলে ধরেছে এবং নিজেদের অসাধারণ কম্পোজিশনের মাধ্যমে আমাদের বিনোদন দিয়েছে।"
ফুয়াদ আরও যোগ করেন, "উইন্ড অব চেঞ্জ বহির্বিশ্বকে বাংলাদেশে নিয়ে এসেছে এবং কোক স্টুডিও বাংলাদেশকে বাইরের বিশ্বের কাছে পৌঁছে দিবে।"
কিন্তু মানুষের নেতিবাচক মনোভাবের কারণে সঙ্গীতের উন্নয়ন বিঘ্নিত হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, "আমাদের চারপাশে এত নেতিবাচকতা কেন আমি বুঝিনা, শুধুমাত্র মূর্খরাই এ ধরনের কথাবার্তা বলতে পারে। আমরা নিজেদের আগ্রাসী মনোভাব ও নেতিবাচকতার মাধ্যমে যেকোনো উন্নয়নকে একেবারে সীমাবদ্ধ করে দেই। নিজে আনন্দ নিয়ে বাঁচুন এবং অন্যকেও বাঁচতে দিন। সুন্দর জিনিসকে সুন্দরভাবে গ্রহণ করতে শিখুন। সঙ্গীতের জয় হোক!"
"সমালোচনা করার আগে কেউ উইন্ড অব চেঞ্জ বা কোক স্টুডিওর মতো প্ল্যাটফর্ম তৈরি করে দেখাক" লিখে নিজের পোস্ট শেষ করেন ফুয়াদ।