‘ডনরূপে’ বিজ্ঞাপনে ফিরলেন শাহরুখ
২০১৮ সালে 'জিরো' বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর, বড়পর্দায় একপ্রকার অদৃশ্যই হয়ে গিয়েছিলেন বলিউড কিং শাহরুখ খান। এরপর গেল বছর আরিয়ান খানের মাদককাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও প্রায় স্বেচ্ছা নির্বাসন নিয়ে বসেছিলেন তিনি। এবং তা এতটাই পোক্ত ছিল যে আইপিএলের নিলামেও হাজির হননি কলকাতা নাইট রাইডার্সের মালিক! তবে এসবের পর অবশেষে পর্দায় ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। 'তুফান' তুলে একেবারে অতিপরিচিত মেজাজে নতুন বিজ্ঞাপনে ফিরলেন তিনি।
মঙ্গলবারই জনপ্রিয় এক কোমল পানীয়র বিজ্ঞাপনে অ্যাকশন অবতারে হাজির হয়েছেন শাহরুখ। ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে বিজ্ঞাপনের ভিডিওটি পোস্ট করেছেন তিনি। এর আগেও দুয়েকটি সংস্থার বিজ্ঞাপনের ভিডিওতে দেখা গিয়েছিল তাকে, তবে তা সবই ছিল অনেক আগে শ্যুট করা। এই বিজ্ঞাপনের ভিডিও দেখেই বোঝা যাচ্ছে, সম্প্রতি শ্যুট করা হয়েছে এটি। কাঁধ পর্যন্ত লম্বা চুল, চোখে স্থির দৃষ্টি, পরনে কালো পোশাক, সবকিছু মিলিয়ে শাহরুখ যেন সেই ঠান্ডা মাথার ক্রুর 'ডন'-এর মেজাজেই ফিরে আসলেন আবারও!
অবশ্য এই লুক তার আসন্ন সিনেমা 'পাঠান'-এর জন্য, এ কথা এতদিনে সবারই জানা। বিজ্ঞাপনের ভিডিওতে দেখা যাচ্ছে, একটি চলন্ত ট্রেনের ছাদ থেকে কামরায় ওঁত পেতে থাকা গুণ্ডাবাহিনীকে একা হাতেই শায়েস্তা করছেন শাহরুখ।
ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে শাহরুখ লিখেছেন, 'এর নাম তো শুনেছেনই, এটাকে সফট ড্রিংকস বলে না, বলতে হয় তুফান..'। ভক্তরা যে কিং খানের এমন লুক অনেক দিন থেকেই মিস করছিলেন, তা কমেন্ট বক্সে জানিয়েছেন অনেকেই। ইতোমধ্যেই ভিডিওটির ভিউ কয়েক লাখ ছাড়িয়েছে!
- সূত্র: হিন্দুস্তান টাইমস