তুমুল কথা কাটাকাটি, প্রযোজক সাজিদকে ডায়েরি ছুঁড়ে মেরেছিলেন সালমান!
সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে সালমান খানের গভীর বন্ধুত্বের কথা কারো অজানা নয়। 'কিক' পরিচালকের সাথে কয়েক দশকের ঘনিষ্ঠতা সালমানের। তবে ২০০০ সালে 'হার দিল জো পেয়ার কারেগা' ছবির শ্যুটিংয়ের তারিখ নিয়ে প্রচণ্ড ঝামেলায় জড়িয়েছিলেন এই অভিনেতা-প্রযোজক জুটি। দ্য কপিল শর্মা শো'তে এসে সম্প্রতি সাজিদ ফাঁস করেছেন দুই দশক পুরনো সেই ঝগড়ার গল্প।
সালমান সে সময় 'কুচ কুচ হোতা হ্যায়'র শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। শাহরুখের এই ছবিতে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে দেখা মিলেছিল সালমানের। অভিনেতা জানিয়েছিলেন সাজিদের পরবর্তী ছবির শ্যুটিং ৫ মাস পর শুরু করবেন তিনি। কিন্তু সাজিদ চাইছিলেন ২০ দিনের ভেতরে কাজ শুরু করতে। আর তা নিয়ে শুরু ঝামেলা। পরিস্থিতি বিগড়ে গেলে সালমান নিজের ডায়েরিও ছুঁড়ে মেরেছিলেন সেদিন সাজিদকে!
সাজিদ এই প্রসঙ্গে বলেন, "আমি অন্য কাউকে এই ছবির জন্য কাস্ট করেছিলাম, ২০ দিন পর শ্যুটিং ছিল। শেষ মুহূর্তে এসে হিরো বেঁকে বসে। সলমন কুচ কুচ হোতা হ্যায় ছবির শ্যুট করছিল। আমি পৌঁছে গেলাম আর বললাম ছবিটা আটকে গেছে, ইন্ডাস্ট্রিতে এটা জানাজানি হওয়ার আগে আমি শ্যুটিং শুরু করব। ও বলল ঠিক আছে, পাঁচ মাস পর ডেট নিয়ে নাও। আমি বলেছিলাম, আমি আরও জলদি শুরু করবো।"
২০ দিন পর শ্যুটিং শুরুর কথা শুনে মেজাজ হারান সালমান। সে সময় চারটি ছবির কাজ হাতে ছিল তার। সত্যিই যে তার হাতে কোনো তারিখ ফাঁকা নেই, সেটা বুঝাতে ঝগড়ার একপর্যায়ে সাজিদের দিকে নিজের শিডিউল লেখা ডায়েরিই ছুঁড়ে মারেন সালমান।
মজার ব্যাপার হল, সেই ডায়েরি নিয়ে সাজিদ নিজেই সালমানের বেশকিছু প্রজেক্টের তারিখ হেরফের করে দেন! তিনদিন পর সালমানের সহকারী যখন ডায়েরি ফেরত নিতে আসেন, সাজিদ নাদিয়াদওয়ালা তখন নিজের স্বার্থসিদ্ধি করে ফেলেছেন! সেবার ২০ দিনের মধ্যেই নিজের ছবির শ্যুটিং শুরু করতে পেরেছিলেন তিনি।
'হার দিল যো পেয়ার কারেগা' ছবির পরিচালকের আসনে ছিলেন রাজ কানওয়ার। এই ছবিতে সালমানের নায়িকা ছিলেন প্রীতি জিনতা ও রানি মুখার্জি। মালয়ালাম ছবি 'চন্দ্রলেখা'র রিমেক এই ছবিটি।
সূত্র: হিন্দুস্তান টাইমস