সানিয়াকে কখনোই যে অভিনেতার সঙ্গে পর্দায় দেখতে চান না শোয়েব
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/03/21/979171-sania-mirza-shoaib-malik-2.jpg)
বলিউডের পরিচালক ফারহা খান থেকে শুরু করে অভিনেত্রী পরিনীতি চোপড়া, বড় বড় সব তারকারা রয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বান্ধবীর তালিকায়। তবে, মাঝেমধ্যে ছোট পর্দায় বিশেষ অতিথি হিসেবে দেখা গেলেও এখনও পর্যন্ত বড় পর্দায় দেখা যায়নি তাকে।
সানিয়া কি অভিনয়ের জগতে ঢুকবেন? এমন প্রশ্ন অনেকেরই। যদি কোনো দিন অভিনয়ের জগতে তিনি পা দেন, তবে এক বিশেষ অভিনেতার সঙ্গে তাকে অভিনয় করতে দেখতে চান না সানিয়ার স্বামী শোয়েব মালিক।
সম্প্রতি এক অনুষ্ঠানে এ কথা বলেন পাকিস্তানী ক্রিকেটার শোয়েব। তিনি বলেন, "আদনান সিদ্দিকী আমার খুব ভাল বন্ধু। কিন্তু আমি চাই না ওর সঙ্গে সানিয়া কাজ করুক।" বরং আদনানের বন্ধু হুমায়ুন সাঈদের সঙ্গে বড় পর্দায় সানিয়াকে দেখতে চান শোয়েব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানিয়া নিজেও। তিনি শোয়েবকে জিজ্ঞাসা করেন, কেনো তিনি এই কথা বলছেন। জবাবে শোয়েব বলেন, পরে তিনি সানিয়াকে কারণ জানাবেন।
তারকা দম্পতির ভক্তরা তাদেরকে যেসব প্রশ্ন করছিলেন, তার প্রায় সবগুলোরই উত্তর দিয়েছেন তারা। এক ভক্ত শোয়েবকে জিজ্ঞাসা করেন, তার পছন্দের ভারতীয় অভিনেত্রীর নাম কী। শোয়েবের বদলে তার জবাব দেন সানিয়া। বলেন, করিনা কপুর খানকে নাকি খুব ভাল লাগে শোয়েবের। সম্মতি সূচক মাথা নাড়েন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। নিজে কোনো দিন অভিনয়ের জগতে গেলে তার বন্ধু উষ্ণা শাহের সঙ্গে অভিনয় করতে চান বলেও জানিয়েছেন তিনি।
- সূত্র: আনন্দবাজার পত্রিকা