এ মাসেই আসছে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় গান
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/03/23/coke_studio_bangla.jpg)
গত শনিবার (১৯ মার্চ) কোক স্টুডিও বাংলার ফেসবুক পেজে তাদের আসন্ন দ্বিতীয় গানের একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে গানটি রিলিজের কথা রয়েছে।
কোক স্টুডিও বাংলা সিজন ওয়ানের প্রথম ট্র্যাক 'নাসেক নাসেক' রিলিজ হয় গত ২৩ ফেব্রুয়ারি। কোক স্টুডিও বাংলার অফিসিয়াল পেজ এবং এর ইউটিউব চ্যানেল থেকে জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসানের উপস্থাপনায় একটি ফেসবুক লাইভে রিলিজ করা হয় সেটি।
কোক স্টুডিও বাংলা বিভিন্ন ঘরানার সঙ্গীতের সংমিশ্রণ বা ফিউশনের মাধ্যমে শ্রোতাদের সামনে দেশের সমৃদ্ধ সঙ্গীত ঐতিহ্যকে তুলে ধরতে চায়।
প্রথম সিজনটি পরিচালনা করছেন জনপ্রিয় গায়ক-সুরকার শায়ান চৌধুরী অর্ণব। বাংলাদেশে কোক স্টুডিওর প্রথম সিজনে বছরজুড়ে ১০টি গান রিলিজ হবে বলে আয়োজকরা জানিয়েছেন।