'অভিষেকই আমার উত্তরাধিকারী', হঠাৎ কেন এমন ঘোষণা অমিতাভ বচ্চনের?
'অভিষেক, তুমি আমার উত্তরাধিকারী', সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন অমিতাভ বচ্চন। কিন্তু ঘটনা আসলে কি? বুধবারই মুক্তি পেয়েছে অভিষেক বচ্চনের নতুন চলচ্চিত্র 'দশভি'র ট্রেলার। আর সেখানেই জুনিয়ার বচ্চনকে দেখে ভাষা হারিয়েছেন অমিতাভ।
'দশভি'র ট্রেলার শেয়ার করে অমিতাভ তাঁর বাবা হরিবংশ রাই বচ্চনের লেখা কবিতার দুটো লাইন ব্যবহার করেছেন। হিন্দিতে লেখা সেই লাইনদুটোর বাংলা করলে দাঁড়ায়, 'আমার ছেলে, ছেলে বলেই আমার উত্তরাধিকারী হবে না। যে আমার উত্তরাধিকারী হবে, সেই আমার ছেলে।'
যে কোনো সন্তানের কাছেই নিজের বাবা-মায়ের থেকে প্রশংসা শোনাটা গর্বের। অমিতাভের করা সেই টুইট রিটুইট করে অভিষেক লিখেছেন, 'লাউ ইউ পা। সবসময় এবং চিরকালের জন্য'।
গতকালই মুক্তি পেয়েছে অভিষেক বচ্চন), নিমরত কৌর ও ইয়ামি গৌতম অভিনীত চলচ্চিত্র 'দশভি'-র ট্রেলার। অষ্টম শ্রেণি পাশ মুখ্যমন্ত্রী গঙ্গারাম চৌধুরির চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, যে কিনা জেলবন্দি হয়ে শুরু করে দশম শ্রেণি পাশ করার জন্য চেষ্টা। প্রায় তিন মিনিটের ট্রেলারে অশিক্ষিত-দুর্নীতিগ্রস্ত দেশি রাজনীতিবিদের চরিত্রে দেখা গিয়েছে অভিষেককে। জেলবন্দি হওয়ার পর সাক্ষাৎ হয় জেলার ইয়ামি গৌতমের সঙ্গে। আর ইয়ামি তাঁকে অশিক্ষিত বলে কটাক্ষ করতেই সে দশম ক্লাস পাশ করে দেখিয়ে দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে নেয়। গঙ্গারাম অভিষেকের স্ত্রীর চরিত্রে আছেন নিমরত। আগামী ৭ এপ্রিল 'দশভি' চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস