ইনস্টাগ্রামে নতুন মাইলফলক জনি ডেপের
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ১২ মিলিয়ন অনুসারী সংখ্যায় পৌঁছানোর মাধ্যমে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন হলিউড তারকা জনি ডেপ।
আপাতদৃষ্টিতে অন্যান্য তারকাদের তুলনায় ডেপের ১২ মিলিয়ন অনুসারী সংখ্যাটি কম মনে হলেও, এর মধ্যে একটি বিশেষত্ব আছে। আর তা হলো, ইনস্টাগ্রামে মাত্র ২০টি পোস্ট শেয়ার করেই এই জনপ্রিয়তা পেয়ে গেছেন 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' তারকা!
তবে অভিনেতা নিজে ইনস্টাগ্রামে অনুসরণ করেন মাত্র ১২৪ জন মানুষকে। ২০২০ সালের এপ্রিলে ইনস্টাগ্রামে যুক্ত হন তিনি। তাই সময়ের হিসেবেও এই অর্জন গুরুত্বপূর্ণ বটে!
২০২০ সালের নভেম্বরে একটি ব্রিটিশ ট্যাবলয়েডের বিরুদ্ধে মানহানি মামলায় হেরে যান জনি ডেপ। ট্যাবলয়েডটি তাকে 'স্ত্রী পেটানো স্বামী' বলে আখ্যা দিয়েছিল। উচ্চ আদালতও এই অভিযোগকে আংশিক সত্য বলে রায় দিয়েছেন।
'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান', 'এডওয়ার্ড সিজরহ্যান্ডস' এর মতো চলচ্চিত্রে অভিনয় করে তুমুল খ্যাতি পান ৫৭ বছর বয়সী জনি ডেপ। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের উপর শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ আনার প্রতিক্রিয়ায় দ্য সান এর প্রকাশক এবং এটির একজন সাংবাদিক ড্যান উটনের বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন এই হলিউড অভিনেতা। মামলা ও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদকে কেন্দ্র করে একাধিক ফ্র্যাঞ্চাইজি থেকে তাকে বাদ দেওয়া হয়।
সূত্র: দ্য নিউজ