নিজের রেস্টুরেন্টে মাহির ইফতার বিক্রি
রেস্টুরেন্ট ব্যবসায় নামছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা সংলগ্ন তেলিপাড়া এলাকায় প্রধান সড়কে 'ফারিশতা' নামে একটি রেস্টুরেন্ট খুলছেন তিনি।
এখনো চালু না হলেও রেস্টুরেন্টের সামনে চলছে ইফতার বিক্রি। রোজার দ্বিতীয় দিনে সেখানে উপস্থিত ছিলেন মাহি। এ সময় ফেসবুক লাইভে আসেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী।
মাহিয়া মাহি বলেন, 'খুবই এক্সাইটেড আমি। আমাদের রেস্টুরেন্টটির গ্র্যান্ড ওপেনিং হবে চাঁদরাতে। আপাতত প্রচারের অংশ হিসেবে ফারিশতা থেকে ইফতার বিক্রি চলছে।' এ সময় ইফতারের বিভিন্ন আইটেম দেখাচ্ছিলেন মাহি। সঙ্গে ছিলেন স্বামী রাকিব সরকার।
মাহি গণমাধ্যমকে আগেই জানিয়েছেন, তিনটি ফ্লোর নিয়ে এই রেস্টুরেন্টের আয়তন ছয় হাজার বর্গফুটের বেশি। এখানে দেশি ও বিদেশি নানা ধরনের খাবারের পাশাপাশি রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকবে।