রণবীর-আলিয়ার বিয়ে হয়ে গেছে: নীতু কাপুর
রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে এখন বলিউডের 'টক অফ দ্য টাউন'। 'রালিয়া'র বিয়ের তারিখ নিয়ে জল্পনার শেষ নেই; সেইসঙ্গে তারা কেমন সাজবেন, খাবারের মেনুতে কত রকমের পদ থাকবে- তা নিয়েও চলছে বিস্তর চর্চা। এরই মাঝে শনিবার আলিয়ার কাকা রবিন ভাট জানিয়েছেন আগামী ১৪ই এপ্রিল বিয়ে করছেন রণবীর-আলিয়া।
কিন্তু কাপুর পরিবারের পক্ষ থেকে এখনও বিয়ের তারিখ নিয়ে মুখ খোলেননি কেউ। শুক্রবার রাতে এক ইভেন্টে হাজির হয়েছিলেন রণবীরের মা নীতু কাপুর। ছেলের বিয়ে সম্পর্কিত হাজারো প্রশ্ন জিজ্ঞাসা করে এদিন নীতুকে ব্যতিব্যস্ত করে তোলেন সাংবাদিকরা।
রণবীরের বিয়ে নিয়ে প্রশ্ন করতেই নীতু কাপুর আকাশ থেকে পড়বার ভান করে বলেন, "কার বিয়ে?"। সাংবাদিকরাও নাছোড়বান্দার মতো প্রশ্ন করেই যান। তারা বলেন, "আরকে স্যারের বিয়ের তারিখটা আমাদের বলে দিন।" একথা শুনে নীতু বলেন, "ভগবানই জানেন বিয়ের তারিখ, আমি তো জানি না।" এরপর একজন বলে উঠে, "কেউ বলছে ১৪ই এপ্রিল, কেউ বলছে ১৫ই এপ্রিল। সঠিক তারিখটাই বলে দিন।।" তাকে চুপ করিয়ে দিয়ে নীতু বলেন, "আর আমি বলছি ওদের বিয়ে হয়ে গেছে।"
সংশ্লিষ্টরা বলছেন, রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে সাংবাদিকদের প্রশ্ন হাসিমুখে এড়িয়ে যেতেই এমন মন্তব্য করেছেন নীতু কাপুর। ছেলের বিয়ের খুঁটিনাটি আগে থেকেই সবাই জেনে যাক, তা চাইছেন না তিনি।
কাপুর পরিবারের সঙ্গে শুরু থেকেই দারুণ সুসম্পর্ক আলিয়ার। পরিবারের সকলে পুত্রবধূর নজরেই দেখে আলিয়াকে। রণবীরের অন্যকোনো বান্ধবীর সঙ্গেই পরিবারের এতো মাখামাখি কোনোদিন কারো চোখে পড়েনি। তাই শুরু থেকেই বোঝা গিয়েছিল রণবীর-আলিয়ার প্রেম বিয়ের মণ্ডপ পর্যন্ত গড়াবে। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে নীতু জানিয়েছেন, "আমি দুজনকে খুব ভালোবাসি, ওরা মানুষ হিসাবে খুব ভালো। পরস্পরের জন্য একদম পারফেক্ট। খুব ভালো মানায় ওদের। সবকিছু ভালো হোক এটিই প্রার্থনা।"
- সূত্র: হিন্দুস্তান টাইমস