সৌরভের স্ত্রী বলে অনেক সময়ই নাচ থেকে বাদ দেওয়া হয়েছে: ডোনা
ভারতীয় ওডিশি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী। পাশাপাশি ডোনার বড় পরিচয় তিনি ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলীর স্ত্রী। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের কাছে মেলে ধরেছেন সৌরভ ও তার সম্পর্কের নানান কথা। টিবিএসের পাঠকদের জন্য তারই নির্বাচিত অংশ তুলে ধরা হলো-
প্রশ্ন: একজন নৃত্যশিল্পী হিসেবে আপনি যে এত সফল, তার জন্য কি কখনও শুনতে হয়েছে সৌরভ গাঙ্গুলীর স্ত্রী বলেই এতটা সুবিধা পারছেন?
উত্তর: অবশ্যই। সৌরভের বউ হওয়ার সুবিধা এবং অসুবিধা দুইই আছে। অনেকেই মনে করেন, ওর স্ত্রী-র নাচের দল বলেই এত জায়গায় অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছে। তাই কখনও কখনও বাদও পড়তে হয়েছে। তবে আমি বলব, তারা আমাদের অনুষ্ঠান না দেখেই এমন কথা বলেন। যারা দেখেন, তারা বোঝেন আমরা কোথায় আলাদা।
প্রশ্ন: সদ্য আপনাদের ২৫ বছরের বিবাহবার্ষিকী গেল। ব্যাট-বল আর নাচের দাম্পত্য কেমন চলছে?
উত্তর: ব্যাট-বলে তো আর নেই সৌরভ। তিনি তো এখন বিসিসিআই (ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড) কর্তা। তবে আমরা দু'জন দু'জনের জায়গায়। সৌরভও এসে নেচে দিয়ে যাবে না, আমার নাচটা আমাকেই নাচতে হবে। ঠিক তেমনই আমিও গিয়ে ওর ক্রিকেটটা খেলে দিয়ে আসতে পারব না। তবে ভিন্ন পেশা নিয়ে সহাবস্থান এবং রসায়নে আমাদের কোনও সমস্যা হয়নি।
প্রশ্ন: আর সানা? সে কার পেশায় আগ্রহী, বাবার না মায়ের?
উত্তর: নাচ বা ক্রিকেট কোনোটাতেই সানার তেমন আগ্রহ দেখি না। সানা ভাল নাচলেও নৃত্যশিল্পী হওয়ার ইচ্ছা তার নেই। পড়াশোনা নিয়েই ব্যস্ত। এখন লন্ডনে অর্থনীতি পড়ছে। দেখা যাক, পরের ইচ্ছে কী!
প্রশ্ন: মহারাজ কি রাজনীতিতে আসবেন?
উত্তর: (...একটু ভেবে ) আমি কখনও কোনও কিছু চাপিয়ে দিইনি ওর উপরে। যদি ইচ্ছে হয়, নিশ্চয়ই আসবে। তবে এটুকু বলতে পারি, ক্রিকেটার থেকে শুরু করে 'দাদাগিরি'র সঞ্চালক, সৌরভ সবকিছুতেই এক নম্বর। এই বহুমুখিতা ওর সহজাত। যেখানেই হোক, সৌরভ সুবিবেচকের মতো কাজ করবেন।
প্রশ্ন:আপনার সংসারে সৌরভ কতটা সুবিবেচক? উনি বেশ ঠাট্টা করেন...
উত্তর: আমাকে নিয়ে তো? জানি। 'দাদাগিরি'-তেও আমার ক্রিকেটজ্ঞান এবং রান্না করা নিয়ে মজা করেছিল। ওর রসবোধ আকর্ষণীয়।
প্রশ্ন: মাঝে সৌরভের শরীর চিন্তায় ফেলেছিল, এখন ঠিকঠাক?
উত্তর: পুরোপুরি ঠিক। ভাল আছেন। যেখানে স্টেন্টটা বসেছে, ওর বাবারও একই জায়গায়। মনে হয় অসুখটাও বংশানুক্রমিক।
(সংক্ষেপিত ও পরিমার্জিত)
- সূত্র- আনন্দবাজার পত্রিকা