ভারতের ওভিসির জন্য গান গাইলেন বাংলাদেশের মিতু
ভারতের একটি ওভিসির জন্য গান গাইলেন বাংলাদেশের তরুণ সংগীতশিল্পী মিতু কর্মকার। গত রোববার মা দিবসে ওভিসি-টি রিলিজ হয়েছে। জয় ই বাইকের সোয়া তিন মিনিটের ওভিসিতে হিন্দি ভাষায় গান গেয়েছেন মিতু কর্মকার।
বাংলাদেশের এ গায়িকা এখন রয়েছেন ভারতের গুজরাটে। সেখানকার সবচেয়ে পুরনো বিদ্যাপীঠ গুজরাটের মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ে (এমএসইউ) হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের ওপর স্নাতক শেষ করে এখন স্নাতকোত্তর করছেন। সেটাও করছেন স্কলারশিপ নিয়ে।
জয় ই বাইকের ওভিসির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে গুজরাট থেকে মিতু কর্মকার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এটার মিউজিক ডিরেক্টর বির্জু কান্তারিয়া আমার একটা বাংলা গান শুনে আমার সাথে যোগাযোগ করেন। তিনি আমাকে ভয়েস দেয়ার জন্য বলেন। এটা ৪ মে'র ঘটনা। পরদিন আমি গুজরাটে বির্জুর স্টুডিওতে গিয়ে ভয়েস দিই। আর ৮ মে-তে রিলিজ হলো। পরে শুনেছি, তারা সবাই আমার ক্লাস টিচারের কাছে আমার গান শুনেছিল এবং তাদের ভালো লাগার কারণেই পরে যোগাযোগ করেন।'
গানটির কথা ও সুর বির্জু কান্তারিয়ার। ওভিসিতে মা ও মেয়ের জয় ই বাইক কেনার একটা গল্প তুলে ধরা হয়েছে। সেই গল্পে গানটা বাড়তি মাত্রা যোগ করেছে।
মিতু বলেন, 'গুজরাটে অনেক ভালো ভালো শিল্পী আছেন। তাদের বাদ দিয়ে আমার ভয়েস নেয়ার বিষয়টা সত্যি আমাকে মুগ্ধ করেছে। সামনে আরও ভালো ভালো কাজ করতে চাই।'
নিয়মিত গান করেন মিতু কর্মকার। পড়াশোনার ফাঁকে সুযোগ পেলেই বাংলাদেশে আসেন। রিলিজ করেন নতুন গান। কিছুদিন আগে প্রকাশ পেয়েছে তার 'হয়তো' শিরোনামের একটি গান।