কিং লুই হিসেবে ফিরছেন জনি ডেপ
হলিউড থেকে একের পর এক মুভি হাতছাড়া হওয়ার পর এবার ফ্রেঞ্চ মুভি দিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন জনি ডেপ।
ফরাসি অভিনেত্রী মাইওয়েন পরিচালিত 'জিন ডু ব্যারি' নামক মুভিতে ফরাসি রাজা লুই XV এর ভূমিকায় দেখা যাবে ডেপকে।
২০২০ সালে 'মিনামাটা'র পর দুই বছরে এটিই জনি ডেপের নতুন কোনো কাজ।
একদিকে অস্কার মনোনীত এই অভিনেতা জনপ্রিয় রাজা লুই দ্য বিলাভেডের ভূমিকায় থাকবেন, অন্যদিকে রাজার উপপত্নী জিন বেকুর ভূমিকায় থাকবেন মুভির পরিচালক মাইওয়েন।
রাজা লুই XV প্রায় ৫৯ বছর ফ্রান্স শাসন করেন। মৃত্যুর আগে তিনি দুর্নীতি ও অবাধ্যতার দায়ে অভিযুক্ত হয়েছিলেন। গিলোটিনের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
ভ্যারাইটির রিপোর্ট অনুযায়ী, প্রাথমিকভাবে ফ্রান্সের ভার্সাই প্রাসাদে শুরু হবে শ্যুটিং এর কাজ। এ বছরই কাজ শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে।
বর্তমানে প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে আনা মানহানির মামলা লড়ছেন জনি ডেপ।
২০১৮ সালে ওয়াশিংটন পোস্ট পত্রিকায় লেখা একটি অপ-এডে হার্ড নিজেকে ডমেস্টিক ভায়োলেন্সের শিকার বলে উল্লেখ করেন। এরপরই একে একে মুভির কাজ হারাতে থাকেন ডেপ।
হার্ডের সেই দাবির পর 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬' থেকে ডেপকে সরিয়ে ফেলা হয়।
এরপর ২০২০ সালে ওয়ার্নার ব্রাদার্সের অনুরোধে 'হ্যারি পটার' স্পিন-অফ 'ফ্যান্টাস্টিক বিস্টস' ফ্র্যাঞ্চাইজি থেকে নিজেই সরে আসেন জনি ডেপ।
- সূত্র- ভ্যানিটি ফেয়ার