কোক স্টুডিওর নতুন গানের শিল্পী কে এই বগা তালেব?
গত রবিবার কোক স্টুডিও বাংলায় এসেছে নতুন গান 'চিলতে রোদ'। জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের গাওয়া গানটার সঙ্গে ভাওয়াইয়া গান 'ও কি একবার আসিয়া' নিয়ে হাজির হয়েছেন তরুণ শিল্পী বগা তালেব, যার পুরো নাম রিপন কুমার সরকার।
এরইমধ্যে গানটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। অনেকেই বগা তালেবের গায়কীর প্রশংসা করে জানতে চাইছেন তার সম্পর্কে।
মঙ্গলবার দুপুরে কথা হলো বগা তালেব অর্থাৎ রিপন সরকারের সাথে। গানটি ইউটিউবে আসার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন তরুণ এই শিল্পী। তাই শুরুতেই তাদের কৃতজ্ঞতা জানালেন, যারা তার গানটি শুনছেন, শেয়ার করছেন এবং আলোচনা করছেন।
বগা তালেবের জন্ম রাজশাহীর তানোর মামাবাড়িতে। আর বেড়ে ওঠা একই জেলার বাঘা উপজেলার দাদাবাড়িতে।
জানালেন, ছোটবেলা থেকেই গানের মধ্যে বেড়ে ওঠা তার। বাবা রবীন্দ্রসংগীত গাইতেন। ৫-৬ বছর বয়সে তার কাছেই রবীন্দ্রসংগীতের তালিম নেওয়া। তবে ওইটুকুন বয়সে নিজের স্কুলে গান গাইতে গেয়ে আরেক শিল্পীর গাওয়া 'ও কি গাড়িয়াল ভাই' গানটা শুনে তখনই পরিকল্পনা করেন ভাওয়াইয়া গান গাইবেন। সেই ভাওয়াইয়া দিয়েই নিজেকে চেনালেন রিপন।
ছোটবেলায় বাবার পাশাপাশি তাকে গান শেখাতে বিভিন্ন ওস্তাদের কাছে নিয়ে যেতেন মামা। সেই স্মৃতি মনে করে বগা তালেব বলেন, 'আমাকে সাইকেলের পেছনে বসিয়ে মামা বিভিন্ন জায়গায় গান শেখাতে নিয়ে যেতেন। তার কারণে গানে হাতেখড়ি, বাদ্যযন্ত্র চেনা এমনকি গান গাওয়া। আমি যদি একটুখানিও শিল্পী হয়ে থাকি সেটা আমার পরিবার, আমার মামা এবং আমার গুরু গোলাম পাঞ্জাতনের জন্য।'
তবে এখন শিল্পী হিসেবে রিপন সরকারকে আমরা চিনলেও তার পড়াশোনা করার ইচ্ছা ছিলো পদার্থবিজ্ঞান নিয়ে। কিন্তু এইচএসসির পর আর ভালো লাগে নি। তারপর আগ্রহ জন্মায় সাংবাদিকতা নিয়ে পড়ার। কিন্তু সেটাও শেষ অবধি পড়া হয়নি। নাটকে পড়তে চেয়েছিলেন এমনকি চারুকলায় ভর্তির চেষ্টা হিসেবে কিছুদিন ছবিও এঁকেছেন। তবে শেষমেশ থিতু হয়েছেন মিউজিকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিও হয়েছিলেন সংগীতে। সেখানে কয়েক মাস পড়েই পাড়ি জমান ভারতের শান্তিনিকেতনে। সেখানেই 'হিন্দুস্থানী ক্লাসিক্যাল মিউজিকে' অনার্স ও মাস্টার্স শেষ করেছেন সম্প্রতি। এখন পিএইডি করার পরিকল্পনা করছেন।
রাজশাহীতে বগা তালেবদের নিজস্ব একটা ব্যান্ড আছে, স্বরব্যাঞ্জো। বেশ কয়েকবছর ধরেই এটার সঙ্গে যুক্ত। এই ব্যান্ডের হয়ে গান করেন নানা উৎসবে। তবে তার দলটি আলোচনায় এসেছিল ২০১৮ সালে ঢাকায় আয়োজিত ফোক ফেস্টে অংশ নেয়ার মাধ্যমে। তাদের নিজেদের বেশ কয়েকটি গান পছন্দ করেছেন ভক্তরা।
কোক স্টুডিওর সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে এই শিল্পী বলেন, 'শান্তিনিকেতনে আমার ক্যাম্পাসের বড় ভাই অর্ণবদা। তার সঙ্গে আমার কয়েকবছর আগেই শান্তিনিকেতনে পরিচয় ও আলাপ হয়। দাদা শান্তিনিকেতনে গেলেই আমরা একসঙ্গে আড্ডা মারি। গান গাই। কিছুদিন আগে তিনিই আমাকে হুট করে একদিন ডাকেন ঢাকায়। তারপর গান নিয়ে আলাপ করতে করতে ভাওয়াইয়া গানটার কথা বলেন। গেয়ে শোনানোর পর ধীরে ধীরে রেকডিং করার পরিকল্পনা হয়। এইভাবেই যুক্ত হওয়া।'
কথা শেষ করার আগে আগে জানতে চাই, রিপন সরকার থেকে বগা তালেব হওয়ার রহস্য কি? এই নামটা কে দিলো?
হেসে বলেন, 'এটার আসলে তেমন কোনো কারণ নেই। কয়েকবছর আগে আমি যখন ফেসবুক আইডি খুলি তখন নামটা দিয়েছিলাম। তবে নামটা দেয়ার পেছনে একটা ঘটনা আছে। সেটা হলো আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ি। থাকি রাজশাহী শহরের শোভা ছাত্রাবাসে। আমার সঙ্গে থাকতেন এক কাকা, পরিমল সরকার। তিনি কবি আশরাফ সিদ্দিকীর লেখা 'তালেব মাস্টার' কবিতাটা সুন্দর করে আবৃত্তি করতেন। তো একদিন তুমুল বৃষ্টি হচ্ছিলো। আমি কাকাকে বললাম কবিতাটা আবৃত্তি করতে। তার আগে আগে আমি 'ফান্দে পড়িয়া বগা কান্দে রে' গানটা গাই। এই গানটা আমার খুব প্রিয়। কাকার আবৃত্তি শেষ হওয়ার পর মনে হয় বগা আর তালেব যুক্ত করে তো একটা নাম হতে পারে। তখন ফেসবুকে এই নামটা দেই। তারপর থেকে সবাই এই নামে ডাকা শুরু করে আমাকে। আমার ভালোই লাগে।'
নামের রহস্য শেষ করে বগা তালেব জানান সামনের পরিকল্পনা। বলেন, 'আমার শিশুদের ছড়া গান নিয়ে কাজ করার খুব ইচ্ছে। তাদের সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগে। তাই সামনে তাদের নিয়ে কাজ করতে চাই। আর গান তো থাকবেই। মনের আনন্দে গান করে যেতে চাই।'