‘জওয়ান’ এর টিজারে নতুন রূপে শাহরুখ খান
শুক্রবার দুপুরে প্রকাশ পেয়েছে শাহরুখ খান এবং অ্যাটলি কুমারের ছবি 'জওয়ান'। এই ছবিটিকে বলা হচ্ছে শাহরুখ এবং প্রযোজনা সংস্থা রেড চিলিজের সবচেয়ে প্রত্যাশাময় ছবি।
ইতোমধ্যেই 'জওয়ান' নিয়ে চর্চা চলছে গণমাধ্যমে। তার সবচেয়ে বড় কারণ এই ছবির পরিচালক অ্যাটলি কুমার। তামিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় এই পরিচালক বিখ্যাত হয়েছেন তার অ্যাকশন মুভির জন্যই।
এই পরিচালকের সঙ্গে প্রথমবার কাজ করতে চলেছেন শাহরুখ খান।
একই সঙ্গে পাঁচটি ভাষায় মুক্তি পাচ্ছে শাহরুখ-অ্যাটলির এই মুভি। হিন্দির পাশাপাশি তালিম, তেলেগু, মালায়লম এবং কন্নর ভাষাতেও মুক্তি পাবে মুভিটি।
আগামী বছর শাহরুখের চারটি মুভি মুক্তি পেতে যাচ্ছে।
এরমধ্যে তিনটি মুভিতে শাহরুখই প্রধান চরিত্রে অভিনয় করেছেন। 'পাঠান', 'ডানকি' এবং 'জওয়ান'। এছাড়াও 'টাইগার' সিরিজের মুভিতে দেখা যাবে তাকে।