টিকটকে যুক্ত হলেন জনি ডেপ, একদিনেই ৩ মিলিয়নের বেশি অনুসারী!
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন হলিউড অভিনেতা জনি ডেপ। ভার্জিনিয়ার আদালতে প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে আনা মানহানি মামলায় জয়ের পরপরই নতুন এই উদ্যোগ গ্রহণ করেছেন 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' তারকা।
মামলা চলাকালীন আদালতের বাইরে অপেক্ষারত ভক্তদের কাছ থেকে অফুরান ভালোবাসা ও সমর্থন পেয়েছেন জনি ডেপ। তাই টিকটকে নিজের প্রথম ভিডিওটিও ভক্তদের উদ্দেশ্যেই উৎসর্গ করেছেন 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো'।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, মাত্র ২৪ ঘন্টায় টিকটকে ৩ মিলিয়নেরও বেশি অনুসারী পেয়ে গেছেন ডেপ; তাও আবার কোনোকিছু পোস্ট না করেই। তবে পরে একটি ভিডিও পোস্ট করেন তিনি, যেখানে দেখা যায় ভক্তরা ব্যানার হাতে, চিৎকার করে ডেপকে সমর্থন দিচ্ছে এবং তাদের উদ্দেশ্যে হাত নাড়ছেন অভিনেতা। সম্প্রতি যুক্তরাজ্যে জেফ বেকের সাথে একটি কনসার্টে পারফর্ম করেছেন এই হলিউড তারকা। শুধু তাই নয়, গানের রিহার্সাল এবং গান নিয়ে অন্যান্য কাজের এক ঝলকও প্রকাশ করেছেন তিনি।
এছাড়া, ইনস্টাগ্রামেও একই ভিডিও পোস্ট করেছেন ডেপ। ক্যাপশনে লিখেছেন- "এটা আমার সমস্ত বিশ্বাসী ও অনুগত ভক্তদের উদ্দেশ্যে। আমরা সব জায়গায় একসাথে থেকেছি, সবকিছু একসাথে দেখেছি। আমরা একই পথে হেঁটেছি। আমরা একসাথেই সঠিক কাজগুলো করতে পেরেছি, শুধুমাত্র ভক্তরা আমার পাশে ছিল বলে।"
ইতোমধ্যেই ডেপকে অভিনয়ে ফিরে আসার আহ্বান জানিয়েছে ভক্তরা। পোস্টে ডেপ আরও জানিয়েছেন, তিনি এবং তার ভক্তরা আবারও নতুন দিনের প্রত্যাশায় এগিয়ে যাবেন। এসময় তিনি ভক্তদেরকে তার 'নিয়োগকারী' হিসেবে আখ্যা দেন এবং অত্যন্ত বিনীতভাবে তাদের ধন্যবাদ ও শ্রদ্ধা জানান।"
এদিকে ভিডিও প্রকাশের সাথে সাথেই ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ডেপ। একজন মন্তব্য করেছেন, 'ওয়েলকাম ব্যাক, ক্যাপ্টেন', আরেক ভক্ত লিখেছেন- 'আমরা সবসময় তোমার পাশে থাকবো।' তৃতীয় আরেক ব্যক্তি লিখেছে- "আগামীতে নতুন কোনো চরিত্রে তোমাকে দেখতে মুখিয়ে আছি!"
মাত্র কয়েকদিন আগেই প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে তার নিজেরই দায়ের করা মানহানি মামলায় জয়লাভ করে আনন্দে ভাসছেন ডেপ। যদিও জুরিরা দুই পক্ষকেই দোষী সাব্যস্ত করেছেন, তবে ক্ষতিপূরণ বেশি পেয়েছেন ডেপ। অ্যাম্বার হার্ড এখন ডেপকে ১০.৩৫ মিলিয়ন ডলার দিতে বাধ্য, যদিও অভিনেত্রীর আইনজীবির দাবি, এই টাকা দেওয়ার সামর্থ্য নেই হার্ডের।