একক কাজে মন দিতে সাময়িক বিরতিতে বিটিএস
বিশ্বজুড়ে সাড়া জাগানো দক্ষিণ কোরিয়ান ব্যান্ড বিটিএসের সদস্যরা ঘোষণা দিয়েছেন, একক ক্যারিয়ারে মনোযোগ দিতে সাময়িক বিরতিতে যাচ্ছেন তারা। খবর রয়টার্সের।
এ সময়ে গ্রুপের কোনো কাজ করবেন না তারা, নিজের ক্যারিয়ারের একক কাজে করতে কিছুদিন সময় নিচ্ছেন তারা।
গ্রুপটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বার্ষিক ফেস্তা ডিনারে ব্যান্ডটির এক সদস্য আরএম ওরফে কিম নাম-জুন জানান, ব্যান্ডের জন্য সারাক্ষণ যে রেকর্ডিং আর পারফর্ম করতে হয়, এ থেকে বেরিয়ে কিছুদিন ব্যক্তিগত কাজে করতে চাইছেন তিনি।
"কে-পপ আর এই পুরো আইডল সিস্টেমের সমস্যা হলো, আপনি পরিণত হয়ে ওঠার সময় পাবেন না। সবসময়-ই আপনাকে গান বানাতে হবে, কিছু না কিছু করতে হবে।"
এর আগে, গত ১০ জুন প্রকাশ পায় ব্যান্ডটির নতুন গান। 'ইয়েট টু কাম' নামের গানটি ব্যান্ডের ১৯তম অ্যালবাম 'প্রুফ' এর টাইটেল ট্র্যাক। তিনটি সিডি নিয়ে প্রকাশ পাচ্ছে অ্যান্থলজি অ্যালবাম 'প্রুফ'।