ওজন বাড়িয়ে সামরিক দায়িত্ব এড়ানোর চেষ্টা, দক্ষিণ কোরিয়ায় যুবকের সাজা
ইচ্ছাকৃতভাবে ওজন বাড়িয়ে সামরিক দায়িত্ব এড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে দক্ষিণ কোরিয়ার আদালত। খবর বিবিসি'র।
দক্ষিণ কোরিয়ায় ১৮ বছর বা তার বেশি বয়সী শারীরিকভাবে সক্ষম সকল পুরুষের জন্য অন্তত ১৮ মাসের সামরিক সেবা বা দায়িত্বপালন বাধ্যতামূলক।
তবে ২৬ বছর বয়সী ওই ব্যক্তি সামরিক বাহিনীতে যোগদানের পূর্বে স্বাস্থ্য পরীক্ষার আগে ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত খাওয়া-দাওয়া শুরু করেন। এর ফলে তিনি স্থূল হিসেবে চিহ্নিত হন এবং তাকে সামরিক দায়িত্বের পরিবর্তে একটি সরকারি সংস্থায় পদে কাজ করতে বলা হয়।
'কোরিয়া হেরাল্ড' পত্রিকা জানিয়েছে, আদালত তাকে এক বছরের স্থগিত সাজা দিয়েছেন। একইসঙ্গে, তার বন্ধুকেও ছয় মাসের স্থগিত সাজা দেওয়া হয়েছে, যিনি এই পরিকল্পনায় তাকে সাহায্য করেছিলেন।
'কোরিয়া হেরাল্ড'-এর বরাতে জানা যায়, প্রাথমিক শারীরিক পরীক্ষায় অভিযুক্তকে সামরিক দায়িত্ব পালনের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
কিন্তু গত বছরের চূড়ান্ত পরীক্ষায় তার ওজন ১০২ কেজি (প্রায় ২২৫ পাউন্ড) ছাড়িয়ে যায়, যা তাকে অত্যধিক স্থূল হিসেবে বিবেচিত করে।
অভিযুক্তের বন্ধু দাবি করেন, তিনি কখনও ভাবেননি যে তার দেওয়া পরামর্শ শুনে তার বন্ধু এভাবে ওজন বাড়িয়ে ফেলবেন।