শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বিক্রমাসিংহের বাসভবনে আগুন দিলো বিক্ষোভকারীরা
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাসভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।
শনিবার (৯ জুলাই) সন্ধ্যায় একদল বিক্ষোভকারী বিক্রমাসিংহের বাসভবনে প্রবেশ করে তা-তে আগুন ধরিয়ে দেয়। এএফপি'র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দুস্তান টাইমস।
এএফপি'র খবরে জানা গেছে, প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে আগুন দেওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।
শনিবার রনিল বিক্রমাসিংহে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছিলেন। তার কয়েক ঘণ্টা পরেই তার ব্যক্তিগত বাসভবনে আগুন দিলো বিক্ষোভকারীরা।
এর আগে রাজধানী কলম্বোতে বিক্রমাসিংহের বাসভবনের সামনে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে তীব্র সংঘর্ষ অনুষ্ঠিত হয়।
শনিবার দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে'র বাসভবনও দখল করে নেয় বিক্ষোভকারীরা।