কলকাতায় ঢাকাগামী বিমানে ৪ ঘণ্টা আটকে ছিলেন ১৬০ যাত্রী
কলকাতা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে চার ঘণ্টা আটকে ছিলেন ১৬০ যাত্রী। সোমবার (১৮ জুলাই) নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে ওই ফ্লাইটটি ছাড়ার কথা ছিল। কিন্তু যাত্রীরা বিমানে ওঠার পর দেখা যায় সেটি ছাড়ছে না। যাত্রীরা দেরির কারণ জানতে চাইলে তাদের বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ছাড়তে দেরি হবে।
কিন্তু তারপরই বন্ধ হযে যায় বিমানের এসি। প্রচণ্ড গরমে হাসফাঁস অবস্থায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান থেকে বের হতেও পারছিলেন না তারা। ফলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
এসময় পাইলট ঘোষণা করেন, যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় বিমান ছাড়া সম্ভব হচ্ছে না। যাত্রীরা বলেন, তাদের অফলোডিং করা হোক এবং তারপর সমস্যার সমাধান করে আবার বিমানে তোলা হোক। কিন্তু সেটা করা হয়নি।
অবশেষে নির্ধারিত সময়ের চার ঘন্টা পর বিজি ৩৯৬ ফ্লাইটটি কলকাতা থেকে যাত্রা শুরু করে। প্রায় ২৮ মিনিট আকাশপথে যাত্রার পর ঢাকার স্থানীয় সময় রাত ১.৩৪ মিনিটে বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।