শ্রীলঙ্কা হতে খুব বেশি দূরে নেই পাকিস্তান: ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন শ্রীলঙ্কার মতো পরিস্থিতি থেকে পাকিস্তান খুব বেশি দূরে নয়। শিগগিরই এমন সময় আসবে যখন আসিফ জারদারি ও শরিফ পরিবারের 'মাফিয়া' শাসনের বিরুদ্ধে 'হাকিকি আজাদি'র (প্রকৃত স্বাধীনতা) জন্য রাস্তায় নামবে দেশটির জনগণ।
সাবেক এই প্রধানমন্ত্রী টুইটার বার্তায় লিখেছেন, আসিফ জারদারির নেতৃত্বাধীন 'মাফিয়া'র ও শরিফ পরিবার তিন মাসের মধ্যেই দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে তলানিতে নিয়ে গেছে।
ইমরান খান আরও লিখেছেন, পাকিস্তান লুটে ৩০ বছরে অবৈধভাবে অর্জিত সম্পদ বাঁচাতেই এমনটা করেছেন তারা। "আমার প্রশ্ন হলো: রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আর কতোদিন এসব মেনে নেবে?"
হাকিকি আজাদির আহ্বানে জনগণের প্রতিক্রিয়া ও তাদের সঙ্গে কথা বলে নিশ্চিতভাবেই বলতে পারি, জনগণ সহ্যের চরম সীমায় পৌঁছেছে। এসব 'মাফিয়া'দের লুটপাট-লুণ্ঠন চালিয়ে যেতে দেবে না।
"শ্রীলঙ্কার মতো পরিস্থিতি থেকে খুব বেশি দূরে নই আমরা, যখন জনগণ রাস্তায় নেমে আসবে"।
ডেপুটি স্পিকারের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যখন পারভেজ এলাহীর পিটিশনের শুনানি শুরু করেছে, এ সময় এসব মন্তব্য করলেন ইমরান খান। পিএমএল-কিউ-পিটিআই-সমর্থিত প্রার্থী পারভেজ এলাহী পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নির্বাচনে হারার পর এ পিটিশন দাখিল করেন।
পাকিস্তান সুপ্রিম কোর্টের তিন সদস্যের এক বেঞ্চ পাঞ্জাব পার্লামেন্টের ডেপুটি স্পিকার দোস্ত মোহাম্মদ মাজারিকে তলব করেছে, নির্বাচনে হামজা শেহবাজের জয়ের পর পিটিআই, পিএমএল-কিউ পিটিশন দাখিল করে।
পিটিশনে বলা হয়েছে, সংবিধানের ৬৩-এ অনুচ্ছেদের ব্যাখ্যার বিষয়ে উচ্চ আদালতের সিদ্ধান্ত লঙ্ঘন করেছে রায়টি, এতে আদালতকে রায় বাতিল করার আবেদন জানানো হয়।
শনিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন হামজা শেহবাজ।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে হামজা শেহবাজ পারভেজ এলাহিকে পরাজিত করলেন। গত এপ্রিল মাসে তৎকালীন গভর্নর ওমর সরফরাজ চিমা তাকে শপথ পাঠ করাতে অস্বীকৃতি জানানোয় দেরিতে শপথ নেন তিনি।