ট্রাম্পের বাড়িতে এফবিআই’র অভিযান, ১১ সেট গোপন নথি উদ্ধার
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে 'গোপন এবং স্পর্শকাতর' নথি বাজেয়াপ্ত করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। শুক্রবার (১২ আগস্ট) মার্কিন বিচার বিভাগ জানায়, ১১ সেট নথির মধ্যে বেশকিছু নথি ছিল 'টপ সিক্রেট'। যদিও সরকারিভাবে সেসব নথি নিয়ে প্রকাশ্যে কিছু বলা হয়নি। একাধিক মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ট্রাম্পের বাড়িতে তল্লাশি সংক্রান্ত তথ্য প্রকাশ করতে বিচারককে অনুরোধ জানিয়েছিল বিচার বিভাগ। এরপরই তল্লাশি সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর দাবি, গত সোমবার ট্রাম্পের বাড়িতে হানা দিয়ে ১১ সেটের নথি উদ্ধার করেছে এফবিআই। এরমধ্যে ৪ সেট 'অতি গোপনীয়' এবং বাকি ৭ সেট 'কম-গোপনীয়', কিন্তু গুরুত্বপূর্ণ নথি রয়েছে। তবে ঠিক কী রয়েছে সেসব নথিতে, তা এখনও সরকারিভাবে জানানো হয়নি।
গত সোমবার ফ্লোরিডায় ট্রাম্পের ব্যক্তিগত ক্লাব ও বাড়ি 'মার-এ-লাগো'য় অভিযান চালায় আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। ওই অভিযানে উদ্ধার হওয়া নথি প্রসঙ্গে শুক্রবার ট্রাম্প দাবি করেন, নথিগুলোতে 'গোপন' কিছু নেই।
মার্কিন গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘনের সন্দেহে বেআইনিভাবে স্পর্শকাতর প্রতিরক্ষা নথি সংরক্ষণ-সম্পর্কিত বিষয় তদন্তে ট্রাম্পের ফ্লোরিডার বাসায় এ অভিযান চালানো হয়।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্পের বাড়ি থেকে প্রায় ২০টি বাক্স উদ্ধার করা হয়েছে। যার মধ্যে রয়েছে ফটো বাইন্ডার, হাতে লেখা একটি নোট ও দীর্ঘ দিনের মিত্র রজার স্টোনকে লেখা ট্রাম্পের একটি চিঠি। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, ট্রাম্পের বাড়ি থেকে যে গোপন নথি উদ্ধার করা হয়েছে, তা পরমাণু অস্ত্র সংক্রান্ত।
ট্রাম্পের বাড়িতে এফবিআই-এর তল্লাশি ঘিরে মার্কিন রাজনৈতিক ময়দানে উত্তেজনা তৈরি হয়েছে। এফবিআই অভিযান নিয়ে সাবেক প্রেসিডেন্ট বলেন, "অতীতে আমেরিকার কোনো প্রেসিডেন্টের সঙ্গে এমনটি হয়নি। সরকারি সংস্থার সঙ্গে সহযোগিতার পরও এভাবে না জানিয়ে বাড়িতে অভিযান চালানোর দরকার ছিল না। বিষয়টি ঠিক হলো না।"
- সূত্র: সিএনবিসি