উইঘুরদের দুর্দশা এঁকে পুলিৎজার জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন শিল্পী ফাহমিদা আজিম
সাংবাদিকতার নোবেল খ্যাত পুরস্কার পুলিৎজার জিতেছেন বাংলাদেশি-আমেরিকান শিল্পী ফাহমিদা আজিম। ইলুসট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারি বিভাগে আরও তিনজনের সঙ্গে এ পুরষ্কার জেতেন তিনি।
২০২২ সালে এ বিভাগে জয়লাভ করা বাকি তিনজন হলেন মার্কিন গণমাধ্যম দ্য বিজনেস ইনসাইডার-এর অ্যান্থনি ডেল কোল, জশ অ্যাডামস, এবং ওয়াল্ট হিকি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত 'হাউ আই এস্কেপড আ চাইনিজ ইন্টার্নমেন্ট ক্যাম্প' শীর্ষক কমিক স্ট্রিপের জন্য এ পুরষ্কার জিতেছেন তারা।
চীনের উইঘুর মুসলিমদের নির্যাতনের কথা ফুটিয়ে তোলা হয়েছে ওই কমিকটিতে। জুমরাত দাউত নামক এক উইঘুর নারীর চীনা ক্যাম্প থেকে পালানোর গল্প কার্টুনের মাধ্যমে তুলে ধরা হয়েছে এটিতে। ফাহমিদা আজিম কার্টুনগুলো এঁকেছেন। জুমরাতের বিজনেস ইনসাইডারকে দেওয়া অনেকগুলো সাক্ষাৎকার ও জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলে দেওয়া সাক্ষ্য থেকে কমিকটি তৈরি করা হয়েছে।
রাজনৈতিক সূক্ষ্মদৃষ্টি, সম্পাদকীয় দক্ষতা, জনসেবার মূল্য বহন করা এডিটোরিয়াল কার্টুন ও অন্যান্য আলংকারিক কাজের (স্টিল ছবি, অ্যানিমেশন, বা উভয়ই) জন্য ইলুসট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারি বিভাগে পুরষ্কারটি দেওয়া হয়। পুরস্কারের অংশ হিসেবে বিজয়ীরা ১৫ হাজার ডলার পাবেন।
দ্য নিউ ইয়র্ক টাইমস, এনপিআর, গ্ল্যামার, সায়েন্টিফিক আমেরিকান, দ্য ইন্টারসেপ্ট, ভাইসসহ আরও অনেক পশ্চিমা গণমাধ্যমে ফাহমিদা আজমি'র আঁকা ছবি প্রকাশিত হয়েছে। তার কাজগুলো পরিচয়, সংস্কৃতি, স্বায়ত্তশাসন ইত্যাদি থিমকে কেন্দ্র করে আঁকা। অনেক বইয়ের অলংকরণের কাজও করেছেন তিনি। বাংলাদেশি বংশোদ্ভূত ফাহমিদা বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে বাস করেন।
প্রতি বছর সাংবাদিকতা ও শিল্পে ২২টি ক্যাটাগরিতে পুলিৎজার দেওয়া হয়। ১৯১৭ সালে জোসেফ পুলিৎজার পুরস্কারটির সূচনা ঘটান।