ভুলে ছুঁড়েছেন পাকিস্তানে মিসাইল! চাকরি হারালেন ৩ ভারতীয় কর্মকর্তা
দুর্ঘটনাক্রমে পাকিস্তানে মিসাইল ছোড়ায় চাকরি থেকে বরখাস্ত হয়েছেন ভারতীয় বিমান বাহিনীর ৩ কর্মকর্তা। চলতি বছরের মার্চের ওই ঘটনা পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছিল। ভারতকে পড়তে হয়েছিল ব্যাপাক সমালোচনার মুখে।
গেল ৯ মার্চের ঘটনার জন্য দায়ী কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে মঙ্গলবার (২৩ মার্চ) এক বিবৃতিতে নিশ্চিত করেছে ভারতীয় বিমান বাহিনী।
বিবৃতিতে দিল্লি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় 'প্রযুক্তিগত ত্রুটির' কারণে ওই দুর্ঘটনা ঘটে। এতে সেসময় আনুষ্ঠানিকভাবে দুঃখও প্রকাশ করেছিলেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
এদিকে, ইসলামাবাদ দিল্লিকে এই ধরনের অবহেলার অপ্রীতিকর পরিণতি সম্পর্কে সচেতন হতে এবং এর পুনরাবৃত্তি এড়াতে সতর্ক করেছে।
ভারতের বিবৃতিতে আরও বলা হয়েছে, তদন্তে উঠে এসেছে, 'স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতির বিচ্যুতি' জনিত কারণে দুর্ঘটনাক্রমে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানে নিক্ষিপ্ত হয়।
পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ক্রুজ মিসাইল 'ব্রহ্মোস' যৌথভাবে রাশিয়া এবং ভারতের তৈরি।
পাকিস্তানের বিমান বাহিনী জানিয়েছে, মিসাইলটি শব্দের তিনগুণ গতিতে ১২ হাজার মিটার উচ্চতায় উঠেছিল। বিধ্বস্ত হওয়ার আগে এটি পাকিস্তানের আকাশসীমায় ১২৪ কিলোমিটার পর্যন্ত ঘুরেছে।
এ ঘটনার পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, অস্ত্র ব্যবস্থাপনা, নিরাপত্তা ও সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সিস্টেমে পাওয়া ত্রুটিগুলো তদন্তের পর সংশোধন করবে ভারত।
- সূত্র: বিবিসি