প্রবল বন্যায় পাকিস্তানের সিন্ধু প্রদেশে তৈরি হয়েছে ১০০ কি.মি. প্রস্থের হ্রদ
মহাকাশ থেকে তোলা কৃত্রিম উপগ্রহের চিত্রে উঠে এসেছে পাকিস্তানে বন্যার ভয়াবহতা। সবচেয়ে বেশি দুর্যোগ-কবলিত সিন্ধু প্রদেশ। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে প্রদেশটির একটি বড় অংশ ১০০ কিলোমিটার প্রস্থের লেকে পরিণত হওয়ার দৃশ্য দেখা গেছে।
মার্কিন সরকারের মহাকাশ গবেষণা সংস্থা- নাসার মোডিস স্যাটেলাইট সেন্সর গত ২৮ আগস্ট ছবিগুলো তোলে। এতে দেখা যাচ্ছে, সিন্ধু নদী উপচে পড়ে প্রদেশটির দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকা তলিয়ে দিয়েছে।
জাতিসংঘ এই বন্যাকে 'অতি শক্তিশালী বর্ষার তাণ্ডব' বলে উল্লেখ করেছে। মধ্য-জুন থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতে ডুবছে একের পর এক জনপদ। অনেক প্রবীণ তাদের জীবদ্দশাতেও এত ভারি বৃষ্টিপাত দেখেননি। বন্যায় এ পর্যন্ত ১ হাজার ১৬২ জনের মৃত্যু এবং ৩ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
প্রথম ছবিতে দেখা যাচ্ছে সিন্ধু নদীর স্বাভাবিক প্রবাহ। দ্বিতীয় ছবিতে গাঢ় নীল রঙ দেখা যাচ্ছে সিন্ধু নদীর উপচে পড়া প্রবাহে ডুবে যাওয়া দুই পাড়, যা প্রস্থে প্রায় ১০০ কিলোমিটার। আগে এখানে বিপুল পরিমাণ কৃষিজমি থাকলেও, তা এখন জলের তলে। কৃষিজমি ডুবিয়েই এ সরোবর সৃষ্টি করেছে সিন্ধুর স্রোত।
প্রথম ছবিটি তোলা হয় গত বছরের একই তারিখে। ছবি দুটির পার্থক্য একেবারেই স্পষ্ট। প্রথমটিতে নদীর প্রবাহ শীর্ণকায় দেখাচ্ছে। এতে প্রমাণ হয়, পাকিস্তানের বিপুল কৃষিজমিতে এবছর ফসল নষ্ট হয়েছে।
১৯৬১ সালের পর এ বছরই সবচেয়ে আদ্র বর্ষাকাল দেখছে পাকিস্তান। এ তথ্য জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। বর্ষা শেষ হতে এখনও বাকি আরও এক মাস। তাই পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।
সিন্ধু ও বালুচিস্তান প্রদেশে এ বছরের বর্ষায় স্বাভাবিকের ৫০০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। প্রবল স্রোতে ধসে গেছে হাজার হাজার বাড়িঘর, তলিয়ে গেছে ফসলি জমি।
বর্ষার পর পাকিস্তানে শুস্ক আবহাওয়া ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, পানি নামতে অনেক দিন লাগবে।
পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শেরি রেহমান গত রোববার জানান, দেশের কোনো কোনো জায়গাকে 'ছোট সমুদ্রের মতো' লাগছে। 'বর্ষা শেষ হতে হতে পাকিস্তানের ২৫ শতাংশ অথবা অথবা তিনভাগের একভাগ এলাকা পানিতে তলিয়ে যেতে পারে'- যোগ করেন তিনি।
'মহাদুর্যোগের মতো বড় বন্যা'
মার্কিন গণমাধ্যম সিএনএন'কে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, সম্প্রতি তিনি সিন্ধু গিয়ে স্বচক্ষে দেখে এসেছেন কীভাবে সম্পূর্ণ গ্রাম ও শহরগুলি পানিবন্দি অবস্থায় রয়েছে। বন্যায় বাস্তুচ্যুত হয়েছে সেখানকার লাখ লাখ মানুষ।
'কিন্তু, এত মানুষের যাওয়ার মতো যথেষ্ট উঁচু ও শুকনো জমি নেই। এই মাত্রায় বিপর্যয় কল্পনাতীত, ৩ কোটি ৩০ লাখ মানুষ তার শিকার, যা এমনকি অস্ট্রেলিয়া বা শ্রীলঙ্কার মোট জনসংখ্যার চেয়ে বেশি'- বলেন তিনি।
বিলাওয়াল বলেন, 'জলবায়ু পরিবর্তনের নতুন বাস্তবতা হলো– সামনে আরও চরম ভাবাপন্ন আবহাওয়া আসবে। একদিকে প্রবল বর্ষা, তার সাথে শুস্ক মওসুমে থাকবে তাপপ্রবাহের দৌরাত্ম্য। এই বছর আমরা যেন তাই লক্ষ করছি। এটাই জলবায়ুর নতুন বাস্তবতায় রূপ নিক– তা আমাদের কারোই কাম্য নয়'।
- সূত্র: সিএনএন