ঘুষের মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী রোসমাহ মনসুরের ১০ বছরের জেল
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রীর বিরুদ্ধে আনীত তিনটি ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
দুর্নীতি মামলায় অভিযোগ করা হয়, একটি কোম্পানিকে ১২৫ কোটি মালয়েশিয় রিঙ্গিতের প্রকল্প পাইয়ে দিতে সাহায্য করেন রোসমান। এজন্য তার বিরুদ্ধে, নিজস্ব প্রভাব খাটানো ও ঘুষ নেওয়ার তিনটি অভিযোগ আনা হয়। বিচারে রোসমাহ দোষী সাব্যস্ত হয়েছেন।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) মালয়েশিয়ার হাইকোর্ট এ রায় দিয়েছেন।
দিনকয়েক আগেই দুর্নীতির মামলায় তার স্বামী নাজিব রাজাকের ১২ বছরের কারাদণ্ড শুরু হয়। এরপর সেখানেই নতুন ঠিকানা হলো রোসমাহর।
স্বামী নাজিব রাজাক ক্ষমতায় থাকাকালে, বিলাসবহুল জীবনের জন্য আলোচিত-সমালোচিত ছিলেন ৭০ বছরের রোসমাহ মনসুর। বিলাসপণ্য ও দামি গহনার প্রতি তার ছিল দারুণ আসক্তি।
২০১৮ সালে নাজিবের বাসভবনে অভিযান চালায় মালয়েশিয়ার পুলিশ। এমসয় উদ্ধার করা হয়, ১৬ লাখ ডলার মূল্যের স্বর্ণ ও হিরের নেকলেস, ১৪টি টিয়ারা এবং ২৭২টি হারমিজ ব্যাগ।
ঘুষ গ্রহণের অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন রোসমাহ। হাইকোর্টের বিচারক জইনি মাজলানের রায় ঘোষণার সময় তাকে কাঠগড়ায় নিশ্চুপ বসে থাকতে দেখা যায়।
- সূত্র: বিবিসি