ইমরানের বিরুদ্ধে আনা সন্ত্রাসবাদের অভিযোগ বাতিল ইসলামাবাদ হাইকোর্টে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনীত সন্ত্রাসবাদের অভিযোগ বাতিল করেছেন ইসলামাবাদ হাইকোর্ট।
সোমবার (১৯ সেপ্টেম্বর) ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারক আতহার মিনাল্লাহ'র নেতৃত্বে দুই সদস্যের একটি হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। তবে আদালতের পৃথক ফোরামে এই মামলার অন্য ধারায় আনা অভিযোগের শুনানি চলমান থাকবে বলে রায়ে উল্লেখ করা হয়।
এর আগে শীর্ষ পুলিশ কর্মকর্তা ও বিচারকদের হুমকি দেওয়ায় ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়। রাজধানীতে এক জনসমাবেশে তার দল তেহরিক-ই- ইনসাফের (পিটিআই) নেতাকর্মীদের ওপর পুলিশি দমনাভিযান এবং বিচারকদের পক্ষপাতিত্ব নিয়ে সমালোচনা করে তিনি এ হুমকি দেন।
গত ২০ আগস্ট ফেডারেল রাজধানী ইসলামাবাদের একটি জনসভায় ইমরান বিতর্কিত মন্তব্য করেন। আর সেজন্য সন্ত্রাস দমন আইনের ৭ ধারার আওতায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
এরপর ১৪৪ ধারা ভঙ্গের জন্য আরেকটি মামলা করা হয় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। মামলার এজাহারে পরবর্তীতে আরও কয়েকটি ধারায় অভিযোগ যোগ করা হয়।
এসব অভিযোগ থেকে নিষ্কৃতি পেতে আদালতের দ্বারস্থ হন ইমরান।
#বিতর্কিত মন্তব্য
ইসলামাবাদে ২০৯ আগস্টের জনসভায় ইমরান বলেন, বিচার ব্যবস্থা তার দলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে। এজন্য তাদের পরিণাম ভোগ করতে হবে বলে সতর্ক করেন তিনি।
ইমরানের ঘনিষ্ঠ সহযোগী শাহবাজ গিলকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়ায় তিনি ইসলামাবাদের অতিরিক্ত জেলা এবং সেশন জাজ জেবা চৌধুরীকেও সতর্ক করেন। তাকেও কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলে ইমরান হুমকি দেন।
এছাড়া, ইসলামাবাদ পুলিশের আইজিপি ও ডিআইজিকে হুমকি দিয়ে বলেন, 'আমরা আপনাদের দেখে নেব'।
- সূত্র: দ্য ডন