মার্কিন হুইসেলব্লোয়ার এডওয়ার্ড স্নোডেনকে রাশিয়ার নাগরিকত্ব দিলেন পুতিন
সাবেক মার্কিন গোয়েন্দা কন্ট্রাক্টর এডওয়ার্ড স্নোডেনকে সোমবার (২৬ সেপ্টেম্বর) রাশিয়ার নাগরিকত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
নয় বছর আগে ২০১৩ সালে মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি'র (এনএসএ) গোপন নজরদারির খবর ফাঁস করে দিয়েছিলেন স্নোডেন।
এনএসএ-তে কাজ করতেন স্নোডেন। আমেরিকা ও বিশ্বব্যাপী সংস্থাটির গোপন নজরদারি বিষয়ক নথিপত্র প্রকাশ করে দেওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে যেতে হয় তাকে।
গুপ্তচরবৃত্তির অভিযোগে স্নোডেনকে মার্কিন আদালতে তুলতে চায় যুক্তরাষ্ট্র। সেজন্য তাকে দেশে ফেরাতে অনেক বছর ধরে চেষ্টা করছে দেশটি।
৭২ জন বিদেশি বংশোদ্ভূত ব্যক্তিকে রাশিয়ার নাগরিকত্ব মঞ্জুর করেছেন ভ্লাদিমির পুতিন। সে তালিকায় স্নোডেনের নামও ছিল।
৩৯ বছর বয়সী স্নোডেনকে নাগরিকত্ব দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। এদিকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানি স্নোডেনও।
রাশিয়ায় নিভৃত জীবন যাপন করেন স্নোডেন। এর আগে ২০২০ সালে তাকে রাশিয়ায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হয়। এর ফলে দেশটির নাগরিকত্ব পাওয়ার পথ সহজ হয় তার।
২০১৭ সালে ভ্লাদিমির পুতিন বলেছিলেন, মার্কিন অভ্যন্তরীণ গোপন তথ্য ফাঁস করে স্নোডেন ভুল করেছেন, তবে তিনি দেশদ্রোহী নন।
সূত্র: রয়টার্স