চলতি বছর বিশ্বে সবচেয়ে বেশি বেতন বেড়েছে ভারতে, পিছিয়ে চীন-আমেরিকা
চলতি বছর বিশ্বের মধ্যে সবথেকে বেশি বেতন বেড়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে। যা ব্রিটেন, আমেরিকা, জার্মানির মতো দেশের তুলনায় দ্বিগুণেরও বেশি। এমনটাই দাবি করা হয়েছে ব্রিটিশ-আমেরিকান বহুজাতিক সংস্থা এওন পিএলসি-এর সমীক্ষায়।
ভারতের ৪০টির বেশি ক্ষেত্রে ১,৩০০টি সংস্থায় সেই সমীক্ষা চালানো হয়েছে। সেই সমীক্ষা থেকে যে তথ্য উঠে এসেছে, সেই তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২০২২ সালে ভারতে বেতন বেড়েছে ১০.৬ শতাংশ। সেখানে জার্মানিতে ৩.৫ শতাংশ, ব্রিটেনে ৪ শতাংশ, আমেরিকায় ৪.৫ শতাংশ, চীনে ৬ শতাংশ, ব্রাজিলে ৫.৬ শতাংশ এবং জাপানে ৩ শতাংশ বেতন বেড়েছে।
সমীক্ষা অনুযায়ী, করোনাভাইরাস মহামারীর আগে ভারতে বেতন বৃদ্ধির হার এক অঙ্কেই আটকে ছিল। তারপর ২০২০ সালের মার্চে করোনাভাইরাসের ঢেউ আছড়ে পড়লে মহামারীর ধাক্কায় বেতন বৃদ্ধির হার কমে দাঁড়িয়েছিল ৬.১ শতাংশ। ২০২১ সালে অবস্থা কিছুটা ভালো হয়েছিল। সেইসময় ৯.৩ শতাংশ বেড়েছিল বেতন।
বিভিন্ন ক্ষেত্রে বেতন বৃদ্ধি
ওই সমীক্ষা অনুযায়ী, ভারতে যে পাঁচটি ক্ষেত্রে সবথেকে বেশি বেতন বৃদ্ধির অনুমান করা হচ্ছে, তার মধ্যে চারটিই প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্র। ই-কমার্স ক্ষেত্রে সর্বাধিক ১২.৮ শতাংশ বেতন বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তারপর যথাক্রমে স্টার্ট-আপ (১২.৭ শতাংশ), হাইটেক বা তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত পরিষেবা ক্ষেত্র (১১.৩ শতাংশ) এবং আর্থিক প্রতিষ্ঠান (১০.৭ শতাংশ) আছে।
বিষয়টি নিয়ে এওন-এর হিউম্যান ক্যাপিটাল সলিউশনের কর্মকর্তার বক্তব্য, বেতন বৃদ্ধির বিষয়টি বাজারের উত্থান-পতনের উপর নির্ভর করে। বেতন বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ মানদণ্ড হল বাজারের উত্থান-পতন। তাই যে ক্ষেত্রকে বাজারের বেশি উত্থান-পতনের ধাক্কা সামলাতে হয়, সেই ক্ষেত্রের কর্মীদের সবথেকে বেশি বৃদ্ধি পায়।