পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
২০২২ সালে পদার্থবিজ্ঞানে তিনজন বিজ্ঞানীকে নোবেল দেবে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।
অ্যালাইন অ্যাসপেক্ট, জন এফ. ক্লজার এবং অ্যান্টন জেইলিঙ্গার যৌথভাবে এবারের বিজয়ী।
বেল ইনইকোয়ালিটিস অ্যান্ড পাইওনিয়ারিং কোয়ান্টাম ইনফরমেশন সায়েন্সে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নোবেল পাচ্ছেন তারা।
পুরস্কারের ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনা ভাগ করে দেওয়া হবে তাদের।
গত বছরও তিনজন বিজ্ঞানীকে পদার্থবিজ্ঞানে নোবেল দেওয়া হয়।
নোবেল কমিটি পুরস্কার ঘোষণা করে জানিয়েছে, ইনট্যাঙ্গেলড কোয়ান্টাম স্টেট ব্যবহার করে যুগান্তকারী পরীক্ষা চালিয়েছেন ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও অস্ট্রিয়ার এ ৩ বিজ্ঞানী। পরীক্ষণে দেখা গেছে, দুটি কণা বিচ্ছিন্ন হয়ে গেলেও আলাদা এককের মতো কাজ করে। এই কোয়ান্টাম তথ্যের ফলাফলের ওপর ভিত্তি করে নতুন প্রযুক্তির দ্বার উন্মোচন হলো। কোয়ান্টাম মেকানিক্সের অপ্রকাশ্য প্রভাবগুলোর উপযোগিতা খুঁজে পাওয়াও শুরু হয়েছে।