‘জেল ভরো’ অন্দোলনের ঘোষণা দিলেন ইমরান খান
গ্রেপ্তার নিয়ে জল্পনার মধ্যেই 'জেল ভরো তেহরিক' (জেল ভরো আন্দোলন)-এর ডাক দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান। শনিবার (৮ অক্টোবর) পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ক্ষমতাসীন জোট সরকারের বিরুদ্ধে এ আন্দোলনের ঘোষণা দেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।
শনিবার মিয়ানওয়ালিতে এক জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় ইমরান খান পিটিআই সমর্থকদের 'গ্রেপ্তারের হুমকি' দেওয়া নিয়ে জোট সরকারকে সতর্ক করে বলেন, দেশের প্রকৃত স্বাধীনতার জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করবেন।
দেশের লক্ষ লক্ষ মানুষ জেল ভরতে প্রস্তুত উল্লেখ করে পিটিআই প্রধান আরও বলেন, "আমরা গ্রেপ্তার হতে ভয় পাই না; শীঘ্রই আমি জেল ভরো তেহরিক (জেল ভরো আন্দোলন) ঘোষণা করবো।"
আজাদি মিছিল শুরুর আগে ইমরান বলেন, বিক্ষোভ দমাতে সরকারের যে পরিকল্পনা, তারচেয়ে অনেক ভালো পরিকল্পনা রয়েছে তার দলের।
"পিটিআই-এর বিরুদ্ধে 'আমদানি করা সরকারের' সমস্ত পরিকল্পনা ব্যর্থ হবে এবং শীঘ্রই তারা নির্বাচন ঘোষণা করতে বাধ্য হবেন," দাবি করেন ইমরান।
শুক্রবার স্থানীয় গণমধ্যম সূত্রে জানা যায়, বিদেশি তহবিল মামলায় গ্রেপ্তার বা গৃহবন্দী হতে পারেন সাবেক প্রধানমন্ত্রী। একইদিনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) কর্তৃক তারিক শফি, হামিদ জামান এবং সাইফ নিয়াজিসহ পিটিআই নেতাদের গ্রেপ্তার হওয়ার খবর আসার পর আন্দোলনের ঘোষণা দিলেন ইমরান।
এআরওয়াই নিউজের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের বিরুদ্ধে মামলা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আদেশ জারি করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।
আন্দোলন দমাতে পাকিস্তানের ক্ষমতাসীন সরকারও পিটিআই প্রধানকে ইসলামাবাদে প্রবেশের আগেই গ্রেপ্তার করতে 'প্ল্যান বি' বা বিকল্প পরিকল্পনা প্রস্তুত রেখেছে। যদি তিনি খাইবার পাখতুনখোয়া বা পাঞ্জাব থেকে আজাদি লং মার্চ শুরু করেন বা রাওয়াত টি-ক্রস থেকে দক্ষিণাঞ্চল হয়ে রাজধানীতে প্রবেশের চেষ্টা করেন, তবে তাকে গ্রেপ্তার করা হবে। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়, উত্তর-পশ্চিম দিক থেকে রাজধানীতে মিছিল করার চেষ্টা করলেও ইমরানকে গ্রেপ্তার করতে পুলিশ মোতায়েন প্রস্তুত রাখা হয়েছে।
- সূত্র: হিন্দুস্তান টাইমস