উন্নয়নশীল দেশগুলোতে ঋণ সংকট গুরুতর হচ্ছে: ইউএনডিপি
চরম দারিদ্র্য এড়াতে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার সুযোগ দিতে বিশ্বের অর্ধেকের বেশি দরিদ্র জনগোষ্ঠীর বাস এমন ৫৪টি দেশের জরুরি ভিত্তিতে ঋণ সহায়তা প্রয়োজন বলে নতুন এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
মঙ্গলবার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে, উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোতে ঋণ সংকট গুরুতর হচ্ছে, অবস্থার আরও অবনতি হওয়ার আশঙ্কা অনেক বেশি।
ঋণের দায়মুক্তি, আরও বেশি দেশে বড় পরিসরে সহায়তা দেওয়া আর বন্ড চুক্তিতে বিশেষ ধারা যুক্ত করার মতো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ইউএনডিপি প্রধান অচিম স্টেইনার।
"মোকাবিলা করা সম্ভব এমন পরিস্থিতি থাকতেই আমাদের পদক্ষেপ নিতে হবে, পরে অবস্থা এমন দাঁড়াতে পারে যে কিছুই করা সম্ভব হবে না", রয়টার্সকে বলেন তিনি।
কার্যকর ঋণ পুনর্গঠন ছাড়া দারিদ্র্য বাড়বে এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলার জন্য যে বিনিয়োগ প্রয়োজন তা সম্ভব হবে না।
- সূত্র: রয়টার্স