নর্ড স্ট্রিম বিস্ফোরণের জন্য ব্রিটিশ নৌবাহিনীকে দায়ী রাশিয়ার, অভিযোগ অস্বীকার লন্ডনের
গত মাসে নর্ড স্ট্রিম পাইপলাইনে ব্রিটিশ নৌবাহিনীর সদস্যরা বিস্ফোরণ ঘটিয়েছে বলে শনিবার (২৯ অক্টোবর) অভিযোগ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এ অভিযোগকে মিথ্যা দাবি করেছে লন্ডন। খবর রয়টার্স-এর।
লন্ডন কর্তৃপক্ষ বলেছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক ব্যর্থতা থেকে চোখ সরাতে এমন অভিযোগের নকশা করেছে রাশিয়া।
যুক্তরাজ্য ন্যাটো'র অন্যতম সদস্য। ন্যাটোর সঙ্গে দা-কুমড়া সম্পর্ক থাকা রাশিয়া তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ দাখিল করেনি।
ব্রিটিশ নৌবাহিনীর একই ইউনিটের সদস্যরা শনিবার (২৯ অক্টোবর) রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবহরের ওপর ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলা পরিচালনার পেছনে দায়ী বলেও দাবি করেছে রাশিয়া।
'হাতে থাকা তথ্য অনুযায়ী, এ বছরের সেপ্টেম্বরের ২৬ তারিখ কৃষ্ণ সাগরে রাশিয়ার নর্ড স্ট্রিম ১ ও নর্ড স্ট্রিম ২ পাইপলাইনে এক সন্ত্রাসী হামলার পরিকল্পনা, ব্যবস্থা, ও বাস্তবায়নে অংশগ্রহণ করেছে ব্রিটিশ নৌবাহিনীর এ ইউনিটের সদস্যরা,' রাশিয়ার মন্ত্রণালয় জানিয়েছে।
রাশিয়ার এ দাবিকে অস্বীকার করে এটিকে 'বানানো গল্প' হিসেবে মন্তব্য করেছে ব্রিটেন।
এর আগে নর্ড স্ট্রিমে বিস্ফোরণের জন্য পশ্চিমাদের দায়ী করেছিল রাশিয়া। তবে তখন নির্দিষ্ট করে কিছু বলেনি দেশটি।
গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের পর সুইডেন ও ডেনমার্ক জানিয়েছিল, কোনো ধরনের বিস্ফোরণের ফলেই লাইন থেকে গ্যাস নিঃসৃত হচ্ছিল।
ন্যাটো'র মহাসচিব জেনস স্টলটেনবার্গ এ ঘটনাকে অন্তর্ঘাত (স্যাবোটেজ) হিসেবে মন্তব্য করেছিলেন।