বাংলাদেশ, পাকিস্তান ও আফগানের ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দিবে গুজরাটের দুই জেলা
গুজরাটের দুই জেলায় বসবাসকারী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও ক্রিস্টানসহ ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ভারত।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকত্ব আইন, ১৯৫৫-এর অধীনে গুজরাটের মেহসানা ও আনন্দ জেলার এই বিদেশি নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব সনদ প্রদান করবে। তবে এটি ২০১৯ সালের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-র আওতাধীন নয়।
সিএএ আইনে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আগত ধর্মীয় সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের উল্লেখ থাকলেও সেই বিধান এখনও কাঠামোকরণ করা যায়নি। ফলে এখন পর্যন্ত সিএএ-র আওতায় কাউকে নাগরিকত্ব দেওয়া সম্ভব হয়নি।
নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিবন্ধন আবেদনসহ সমস্ত শর্ত অনুসরণের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে গত আগস্টে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি আহমেদাবাদে ৪০ জন হিন্দু পাকিস্তানির হাতে নাগরিক সনদ তুলে দেন।
২০১৭ সাল থেকে জেলাটিতে এক হাজার ৩২ জন পাকিস্তানিকে নাগরিকত্ব দেওয়া হয়েছে।