‘৪টি গুলি লেগেছে আমার পায়ে’: ইমরান খান
ওয়াজিরাবাদে লং মার্চে গুলি খাওয়ার একদিন পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান বললেন, '৪টি গুলি লেগেছে আমার পায়ে।' খবর হিন্দুস্তান টাইমসের।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, হত্যাচেষ্টার শিকার হওয়ার পর দেওয়া প্রথম ভাষণে ইমরান খান বলেছেন যে তিনি তাকে হত্যার চক্রান্ত সম্পর্কে জানতেন।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান বলেন, 'আক্রমণের বিস্তারিত বিবরণ পরে জানাব। আমি [হামলার] আগের দিন জানতে পারি যে গুজরাটের ওয়াজিরাবাদে তারা আমাকে হত্যা করার পরিকল্পনা করেছে।'
ইমরান খান বলেছেন, জাতি কখনো সাংবাদিক আরশাদ শরীফকে হত্যার কথা ভুলবে না। 'আরশাদ শরীফের সাথে যা করা হয়েছিল, এই জাতি কখনোই তা ক্ষমা করবে না। সবাই জানত যে তাকে বিক্রি করা যাবে না বা ভয় দেখানো যাবে না।'
পিটিআই চেয়ারম্যান ইমরান আরও দাবি করেন, চারজন ব্যক্তি তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল।
তিনি বলেন, 'চারজন লোক আমাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। আমি একটি ভিডিও তৈরি করেছি এবং লোকগুলোর নাম জানিয়েছি। তারপর ভিডিওটি নিরাপদে বিদেশে পাঠিয়ে দিয়েছি।'
তার কিছু হলে ভিডিওটি প্রকাশ করা হবে বলে মন্তব্য করেন ইমরান।
ইমরান ইঙ্গিত দিয়েছেন, ক্ষমতায় থাকাকালীন বিভিন্নজনের মাধ্যমে তিনি এই চক্রান্তের তথ্য পেয়েছেন।
ইমরান খান বলেন, তার দল পিপিপি ও পিএমএল-এনের মতো 'প্রতিষ্ঠান দ্বারা' গড়ে ওঠেনি। জনগণের সমর্থনে তিনি ক্ষমতায় এসেছিলেন বলে মন্তব্য করেন ইমরান।
'জনগণ যেভাবে আমাকে সমর্থন দিয়েছিল, আমি অবাক হয়েছিলাম [...] ২৫ মে আমরা লংমার্চের ঘোষণা দিয়েছি। আমাদের মেয়াদে তারা তিনটি সমাবেশ করেছে। আমরা ভেবেছিলাম আইন ও সংবিধান আমাদের [বিক্ষোভ করার] অনুমতি দিয়েছে।'
ইমরান বলেন, 'আমরা ভেবেছিলাম তারা আমাদের অনুমতি দেবে, কারণ আমরাও তাদের অনুমতি দিয়েছি। কিন্তু উল্টো আমাদের কর্মী ও নেতারা তাদের সহিংসতার শিকার হয়েছে।
'তারা ইসলামাবাদে পরিবারগুলোর ওপর গুলি চালিয়েছে [...] তারা ভেবেছিল আমার দল শেষ হয়ে যাবে। কিন্তু তারা [জাতির অনুভূতি] বুঝতে পারেনি। কারণ সিদ্ধান্ত যখন বন্ধ ঘরে বসে নেওয়া হয়, আপনি জানেন না বাইরে কী ঘটছে।'
উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ নভেম্বর) একটি জনসভায় ইমরান খানের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে পায়ে গুলিবিদ্ধ হন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।
গুলি খাওয়ার পর ইমরানকে লাহোরের শৌকত খানুম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সার্জারি করা হয় তার।