হামলার কথা আগে থেকেই জানতেন ইমরান
লংমার্চে তার ওপর হামলা হতে চলেছে, তা আগেই জানতে পেরেছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ দলের চেয়ারম্যান ইমরান খান।
বিশেষ সূত্রে তিনি জানতে পেরেছিলেন, হয় গুজরাটে (লাহোর থেকে ইসালামাবাদের পথে) অথবা ওয়াজিরাবাদে তার ওপর হামলা করা হবে। এমনকি, কত জন এই হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত, তাদের নাম কী, তাও জানতে পেরেছিলেন বলে দাবি করেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। খবর এনডিটিভির।
ওয়াজিরাবাদে বন্দুক হামলার ২৪ ঘণ্টা পর হুইল চেয়ারে জখম পা নিয়ে বসে এক ভিডিও বার্তায় ইমরান বলেন, '৪টি গুলি লেগেছে আমার পায়ে।'
তিনি জানান, তার ওপর হামলা চালিয়েছে চরমপন্থীরা। তবে তার আগে চক্রান্ত করেই তার নামে বিতর্কিত টেপ প্রকাশ করে তাকে ধর্মবিরোধিতার দায়ে দোষী বানানোর চেষ্টা করা হয়েছে। যাতে ব্যাপারটাকে এ ভাবে সাজানো যায় যে, তিনি ধর্মবিরোধিতা করেছেন বলেই তাকে হত্যা বা হত্যারচেষ্টা করা হল।
ভিডিও বার্তায় ইমরান বলেন, তিনি বিশেষ সূত্রে আগে থেকেই হামলার খবর পেয়েছিলেন। চক্রান্তকারীদের নাম জানার পর সেই নাম একটি ভিডিও টেপে রেকর্ড করে বিদেশে পাঠানোর সমস্ত ব্যবস্থাও করে রেখেছিলেন। যদি কিছু হতো তবে সেই ভিডিও টেপ যথাস্থানে পৌঁছে যেত।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ নভেম্বর) একটি জনসভায় ইমরান খানের ওপর বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে পায়ে গুলিবিদ্ধ হন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। হামলায় একজন নিহতসহ অন্তত ১৪ জন আহত হন।