রাজা চার্লসকে ডিম ছুড়ে মারায় গ্রেপ্তার যুবক
রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলাকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (৯ নভেম্বর) ইংল্যান্ডের ইয়র্কে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাজা ও ক্যামিলাকে লক্ষ্য করে ছোঁড়া চারটি ডিম উড়ে আসছে। ডিমগুলি তাদের দুজনের কাছে মাটিতে আছড়ে পড়ে। কিন্তু, সেদিকে তারা মনোযোগ দেননি। এবং অনুষ্ঠানের ক্রিয়াকালাপে ব্যস্ত ছিলেন।
এসময় এক বিক্ষোভকারীকে দ্রুত ঘটনাস্থল থেকে টেনে সরিয়ে নেন পুলিশ কর্মকর্তারা। খুব সম্ভবত তিনিই ডিমগুলি ছুঁড়েছিলেন। ওই ব্যক্তিকে ব্যঙ্গ করে সেখানে উপস্থিত কেউ কেউ স্লোগান দেন, 'গড সেভ দ্য কিং' বা 'ঈশ্বর রাজার সহায় হোন'।
পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'ইয়র্কের মিকেলগেইট- এর ওই অপ্রীতিকর অপরাধের জন্য ২৩ বছর বয়সী একজন তরুণকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে'।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার ছেলে চার্লস গত সেপ্টেম্বরে ব্রিটেনের রাজসিংহাসনে অভিষিক্ত হন। তিনি বর্তমানে ইংল্যান্ডের উত্তরাঞ্চলে চারদিনের এক সফরে রয়েছেন।