যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণে এখন ট্রাম্পের রিপাবলিকানরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিরোধী রিপাবলিকান পার্টি। খবর বিবিসির।
৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে ২১৮টি আসন নিশ্চিত করে রিপাবলিকানরা এখন হাউজে সংখ্যায় বেশি। টেনেটুনে ২১৮ আসন নিশ্চিত হলেও আগামী দু'বছর বাইডেনকে নাকে দড়ি দিয়ে ঘুরানোর জন্য তা যথেষ্ট।
তবে সিনেটের ক্ষমতা এখনও বাইডেনের ডেমোক্র্যাটদের হাতেই।
রিপাবলিকানরা দুই কক্ষের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আশা করলেও গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে প্রত্যাশা অনুযায়ী ফলাফল দেখাতে পারেনি।
তবে বুধবার ক্যালিফোর্নিয়ার ২৭ তম ডিস্ট্রিক্ট মাইক গার্সিয়ার হাতে যাওয়ার পর তারা প্রতিনিধি পরিষদে দখল নেওয়ার মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।