বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে উগান্ডার কারারক্ষীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা
কাতার বিশ্বকাপ চলাকালে কারারক্ষীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করেছে উগান্ডা। খবর আফ্রিকা নিউজের।
বিশ্বকাপ ঘিরে বিভিন্ন টুর্নামেন্ট নিয়ে উত্তেজনার সুযোগে সবার চোখ ফাঁকি দিয়ে কারাবন্দিরা পালিয়ে যেতে পারে এই আশঙ্কা থেকেই মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।
সোমবার এক বিবৃতিতে দেশটির কমিশনার-জেনারেল অব প্রিজনস-এর মুখপাত্র ফ্রাঙ্ক মায়াঞ্জা বেইন বলেন, '২০ নভেম্বর শুরু হওয়া ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্ট এবং এর উত্তেজনায় বন্দীরা পালাতে পারে।'
বিবৃতিতে আরও বলা হয়েছে, 'কয়েদিরা ফুটবল দেখছে' এমন জায়গাগুলোতে নিরাপত্তা জোরদার করতে হবে। কারা কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বিবৃতিতে বলা হয়, 'কারারক্ষীদের ফোন নিয়ে কাজে আসা উচিত নয়। এতে তাদের মনোযোগে ব্যাঘাত ঘটে এবং তারা অসতর্ক হতে পারে।'
উগান্ডার কারাগারগুলোতে কয়েদিদের সংখ্যা অনেক বেশি। অতিরিক্ত কয়েদি থাকা এসব কারাগার থেকে প্রায়ই বড় ধরনের পালানোর ঘটনা ঘটে।
২০০৭ সালের সেপ্টেম্বরে দেশের উত্তর-পূর্বে কারামোজা অঞ্চলের কড়া নিরাপত্তা বেষ্টিত একটি কারাগার থেকে ২০০ জনের বেশি বন্দী পালিয়ে যায়।
২০০৬ সালে সালে পশ্চিম নীল অঞ্চলে (উত্তর-পশ্চিম) আরুয়ার একটি কারাগার থেকে প্রায় ৫০০ বন্দী পালায়।
সরকারি রেকর্ড অনুসারে উগান্ডার কারাগারে ছয় হাজারের বেশি বন্দী রয়েছে।