আফগানিস্তানের ফুটবল স্টেডিয়ামে ৩ নারীসহ ১২ জনকে প্রকাশ্যে বেত্রাঘাত
আফগানিস্তানের একটি ফুটবল স্টেডিয়ামে হাজার হাজার দর্শকের সামনে ৩ নারীসহ ১২ জনকে বেত্রাঘাত করা হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসিকে এক তালেবান কর্মকর্তা বলেছেন, ১২ জনের ওই দলটিকে ডাকাতি, সমকামীতা, যৌনতাসহ বেশকিছু 'নৈতিক অপরাধের' জন্য এমন শাস্তি দেওয়া হয়েছে।
পূর্ব আফগানিস্তানের লোগার অঞ্চলে বেত্রাঘাতের ঘটনাটি ঘটেছে। এসময় সেখানে উপস্থিত ছিলেন শহরের একজন মুখপাত্র ওমর মনসুর মুজাহিদ। তিনি জানান, তিন নারীকে শাস্তি দেওয়ার পর মুক্তি দেওয়া হয়েছে এবং কয়েকজনকে কারাগারে পাঠানো হয়েছে; তবে ঠিক কতজনকে কারাগারে নেওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
পুরুষ এবং নারী প্রত্যেককে ২১ থেকে ৩৯টি করে বেত্রাঘাত করা হয়েছে। তালেবান কর্মকর্তা জানান, একজন ব্যক্তি সর্বাধিক ৩৯টি বেত্রাঘাত পেয়েছেন।
এক মাসের মধ্যে আফগানিস্তানে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে বেত্রাঘাতের ঘটনা ঘটলো।
গেল সপ্তাহে উত্তর আফগানিস্তানের তাখার প্রদেশেও একইভাবে ৯ নারীসহ মোট ১৯ জনকে বেত্রাঘাত করা হয়। তবে তাদের অপরাধ কী ছিল, সে বিষয়টি স্পষ্ট নয়।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই ঘটনাগুলো ১৯৯০ এর দশকে পূর্ববর্তী তালেবান শাসনামলের আভাস দিচ্ছে। যখন দেশটিতে নারীদের পড়াশোনা, কাজ করা, এমনকি পুরুষ অভিভাবক ছাড়া বাড়ির বাইরে যাওয়ারও অধিকার ছিলনা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনেক মানবাধিকারই তখন মানা হতো না চরম ইসলামপন্থী গোষ্ঠী শাসিত দেশটিতে।