বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে যাওয়ার পর বেলজিয়ামে দাঙ্গা
বিশ্বকাপে মরক্কোর কাছে ২-০ গোলে বেলজিয়ামের হেরে যাওয়ার পর দেশটির রাজধানী ব্রাসেলসে দাঙ্গার সূত্রপাত ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, ও কাঁদানে গ্যাস ছুঁড়ে। কিছু এলাকায় যাতায়াতও সীমিত করে দেওয়া হয়েছে। খবর আল-জাজিরার।
পুলিশের সূত্রানুসারে কয়েক ডজন দাঙ্গাবাজ মিলে গাড়ি, ইলেকট্রিক স্কুটারে আগুন দেওয়াসহ বিভিন্ন গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশের মুখপাত্র ইলসে ভ্যান ডি কিরে বলেন, খেলা শেষে কয়েকজন ভক্ত লাঠি হাতে রাস্তায় নেমে আসে। এসময় অগ্নিকাণ্ডে একজন সাংবাদিক আহত হন।
ব্রাসেলসের মেয়র ফিলিপ ক্লোজ ব্রাসেলসের সিটি সেন্টার থেকে মানুষদের দূরে থাকার অনুরোধ জানান। তিনি আরও বলেন, সড়কে শৃঙ্গলা ফেরাতে কর্তৃপক্ষ যথাসাধ্য চেষ্টা করছে।
বর্তমানে পরিস্থিতি শান্ত বলে জানিয়েছে পুলিশ। ওই এলাকায় প্রায় একশ পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনও নিশ্চিত নয়। এদিকে সহিংসতা ছড়িয়ে পড়া ঠেকাতে মেট্রো স্টেশন ও সড়কগুলো বন্ধ রাখা হয়েছে।
নেদারল্যান্ড, আমস্টারডাম ও হেগ শহরেও বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে।