পারমাণবিক হুমকি বাড়ছে, রাশিয়াকে দীর্ঘদিন যুদ্ধ করতে হতে পারে: পুতিন
ইউক্রেনে রুশ বাহিনী আরও দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেইসঙ্গে তিনি এ সংঘাতে পারমাণবিক যুদ্ধের হুমকি বাড়ছে বলেও উল্লেখ করেছেন। খবর আল জাজিরার।
বুধবার (৭ ডিসেম্বর) এক টেলিভিশন ভাষণে এসব মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।
তিনি বলেন, পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে, তবে রাশিয়া অবশ্যই প্রথমে আক্রমণ করবে না। অস্তিত্ব হুমকির মুখে পড়লেই কেবল পাল্টা আক্রমণ করবে রুশ বাহিনী।
রাশিয়া তার অস্ত্রাগারকে প্রতিশোধ নেওয়ার উপায় হিসেবে দেখেছে উল্লেখ করে পুতিন বলেন, "আমরা পাগল হয়ে যাইনি; আমরা জানি পারমাণবিক অস্ত্র কী।"
"অন্য যেকোনো পারমাণবিক অস্ত্রধারী দেশের তুলনায় আমাদের উপায়গুলো (পারমাণবিক অস্ত্র) আরও উন্নত এবং আধুনিক… তবে এই ব্যবস্থাকে আমরা বিশ্বের ওপর প্রয়োগ করতে চাইনা," বলেন রুশ প্রেসিডেন্ট।
এদিকে, পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে পুতিনের এমন বক্তব্যের নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, "আমরা মনে করি, পারমাণবিক অস্ত্র নিয়ে এ ধরনের কথাবার্তা একেবারেই দায়িত্বজ্ঞানহীন।"
এর আগে, গেল সেপ্টেম্বরেও পারমাণবিক অস্ত্রের হুমকি দিয়েছিলেন পুতিন; সে সময়ে রুশ প্রেসিডেন্টের অমন বক্তব্যে পর মস্কোকে সতর্ক করেছিল ওয়াশিংটন।
এদিকে, যুদ্ধ আরও দীর্ঘ হলেও আপাতত এই মুহূর্তে অতিরিক্ত সৈন্য নিয়োগ বা মোবিলাইজেশনের পকিল্পনা নেই বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
পুতিন বলেন, "বিশেষ সামরিক অভিযানের সময়কালটি আরও দীর্ঘ হতে পারে। তবে কোনো অতিরিক্ত সেনা মোতায়েনের বা মোবিলাইজেশনের নির্দেশ দেওয়ার অর্থ নেই এই মুহূর্তে।"
গেল সেপ্টেম্বর ও অক্টোবরে অন্তত ৩ লাখ রিজার্ভস্ট (রিজার্ভ সেনা) ডাকা হয় রাশিয়ায়। রিজার্ভিস্ট বলতে সেসব সেনাদের বোঝায়, যারা আগে সামরিক বাহিনীতে কাজ করেছেন বা যাদের এ সংক্রান্ত পূর্ব অভিজ্ঞতা রয়েছে।
পুতিন জানান, ৩ লাখ রিজার্ভ সেনার মধ্যে দেড় লাখ ইউক্রেনে মোতায়েন করা হয়েছে; এই দেড় লাখের মধ্যে ৭৭ হাজার যুদ্ধ ইউনিটে এবং অন্যরা প্রতিরক্ষামূলক কাজে নিয়োজিত। আর বাকি দেড় লাখের এখনও প্রশিক্ষণ চলছে।
তাই যুদ্ধ দীর্ঘ সময় ধরে চললেও এই মুহূর্তে দ্বিতীয়বারের মতো সৈন্য মোবিলাইজেশনের কোনো কারণ নেই বলে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট।