প্যারিসে বন্দুক হামলায় নিহত ৩, আহত ৪
বন্দুকধারীর অতর্কিত হামলায় ফ্রান্সের রাজধানী প্যারিসে ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) মধ্য প্যারিসের কুর্দি অধ্যুষিত এলাকায় এ হামলার ঘটনা ঘটে। খবর সিএনএন'র।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৬৯ বছর বয়সী বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার আসল উদ্দেশ্যর বিষয়ে এখনও সুস্পষ্টভাবে জানা না গেলেও তদন্তকারীদের ধারণা, হামলাকারী বর্ণবাদে প্ররোচিত হয়ে বিদেশিদের লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।
প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তারের পর সংবাদসংস্থা এএফপিকে পুলিশ বলেছে, "হামলাকারীকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিপদ কেটে গেছে।"
এদিকে, হামলার পরই প্যারিসে বসবাসকারী কুর্দি সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ প্রদর্শন করেন।
জনবহুল এলাকায় শুক্রবার দুপুর নাগাদ একটি কুর্দি কমিউনিটি সেন্টার এবং রেস্টুরেন্টকে টার্গেট হামলাটি চালানো হয়। ঘটনাস্থলে প্রচুর দোকানপাট, রেস্তোরাঁ এবং পানশালা রয়েছে। একটি হেয়ার স্যালোন থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে এএফপিকে জানিয়েছেন স্থানীয়রা। সেই স্যালোনেই দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়দের দাবি, মোট সাত থেকে আট রাউন্ড গুলি চালানো হয়েছিল।
প্যারিস কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে প্যারিস পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত বন্দুকধারী ফরাসি নাগরিক। ফ্রান্সের ককাস অঞ্চলের বাসিন্দা তিনি। এর আগে, ২০১৬ এবং ২০২১ সালে দুইবার ওই ব্যক্তির নাম খুনের চেষ্টার মামলায় জড়িয়েছে বলেও জানা যায়।