যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে ৪৮ জনের মৃত্যু
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবল শীতকালীন ঝড়ে কমপক্ষে ৪৮ জনের মৃত্যু হয়েছে।
দেশটিতে তুষারপাতে হাজার হাজার বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ঢেকে গেছে। লাখো বাসিন্দা ঘরের ভেতর আটকা পড়েছেন।
সামনে আরো কয়েকশো মানুষ বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে প্রাণ হারাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার সকালে শহরের একজন মুখপাত্র ঘোষণা করেন, "পশ্চিম নিউইয়র্কে ঝড়ের কারণে ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরমধ্যে ২০ জন মারা গেছেন নিউইয়র্কের বাফেলোতে।"
শীতকালীন এই তীব্র তুষার ঝড় এ সপ্তাহব্যাপী অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। দেশটির কিছু অঞ্চলে ফ্লাইটও বাতিল হয়েছে।
কানাডার কাছে গ্রেট লেক থেকে মেক্সিকো সীমান্ত বরাবর রিও গ্রান্ডে পর্যন্ত এ বৈরি আবহাওয়া বিরাজ করছে।
মার্কিন জনসংখ্যার প্রায় ৬০ ভাগই শীতকালীন ঝড়ের সতর্কতার মুখে রয়েছে। রকি পর্বতমালার পূর্ব থেকে অ্যাপালাচিয়ান পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক নিচে নেমে গেছে।
রোববার দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, হিমশীতল আর্কটিক বায়ু মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বার্ধের বেশিরভাগ অংশকে আবৃত করে রেখেছে।
তারা আরো জানায়, রোববার সকাল ৭টায় বাফেলো নায়াগ্রা আন্তর্জাতিক বিমানবন্দরে মোট তুষারপাত হয়েছে ৪৩ ইঞ্চি (১.১ মিটার)। পুরু বরফে ছেয়ে গেছে বাড়ির বাইরে রাখা যানবাহনগুলোও।
তাছাড়া, তীব্র ঝড়ের কারণে মেইন থেকে সিয়াটল পর্যন্ত বাসিন্দারা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে মিসিসিপিতে হিমশীতল তাপমাত্রায় পানির লাইন ফেটে গেছে বলে জানা গেছে।