ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ান সেনারা বিনামূল্যে তাদের শুক্রাণু সংরক্ষণ করতে পারবেন
ইউক্রেনে যুদ্ধ করা রাশিয়ান সৈন্যরা বিনামূল্যে 'স্পার্ম ফ্রিজিং'-এর মাধ্যমে তাদের শুক্রাণু ক্রায়োব্যাংকে সংরক্ষণ করতে পারবেন।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
রাশিয়ান ইউনিয়নস অব লইয়ার্স-এর প্রেসিডেন্ট ইগর ত্রুনভ জানিয়েছেন, 'আংশিক মোবিলাইজেশনের অংশ হিসেবে যেসব পরিবার থেকে সামরিক সেবার জন্য সদস্য নেওয়া হয়েছে, তারা প্রজনন সেবা ও জৈবিক উপাদানগুলো ক্রায়োব্যাংকে সংরক্ষণের বিনামূল্যের সুবিধা পাবেন।'
ত্রুনভ জানিয়েছেন, যুদ্ধে অংশ নেওয়া ব্যক্তিদের বিনামূল্যে প্রজনন সেবা দেওয়ার জন্য হেলথ ইনস্যুরেন্স তৈরি ও জিনগত উপাদান সংরক্ষণের জন্য ক্রায়োব্যাংকে তৈরির বিষয়ে এক অনুরোধে সাড়া দিয়েছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।
২০২২-২০২৪ সালে বিশেষ সামরিক অভিযানে অংশ নেওয়া এ নাগরিকদের শুক্রাণু সংরক্ষণের জন্য ফেডারেল বাজেট থেকে অর্থ গ্রহণ করে প্রকল্পটি পরিচালনা সম্ভব বলে সিদ্ধান্তে পৌঁছেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত নভেম্বরে একজন মার্কিন সামরিক প্রধান জানিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার এক লাখের বেশি সেনা নিহত বা আহত হয়েছেন। ইউক্রেনের ক্ষেত্রেও সংখ্যাটি একই।
সেপ্টেম্বর মাসে রাশিয়া আরও ৩০০,০০০ মানুষকে বাধ্যতামূলকভাবে সশস্ত্রবাহিনীতে ভর্তি করায়। এছাড়া রাশিয়া লুহানস্কে নিয়মিত রিজার্ভ সেনা আনছে বলে সম্প্রতি দাবি করেছে ইউক্রেন।
বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার পর অনেক সামরিক-বয়সী রাশিয়ান নাগরিক দেশ ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যান।
বিভিন্ন প্রতিবেশী দেশের তথ্য মোতাবেক, সেপ্টেম্বরের ২৮ তারিখের মধ্যে ২০০,০০০ রাশিয়ান দেশ ছেড়ে জর্জিয়া, কাজাখস্তান, ও ইউরোপীয় ইউনিয়নে চলে গিয়েছিলেন।