৫০ মাসের বেতনের সমান অর্থ বোনাস!
ব্যবসা সফল বছর পার করে, কিছু কর্মীকে বোনাসের জোয়ারে ভাসাচ্ছে তাইওয়ান-ভিত্তিক শিপিং কোম্পানি– এভারগ্রিন মেরিন কর্পোরেশন। খবর ব্লুমবার্গের
সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে ব্লুমবার্গ নিউজ জেনেছে, কোম্পানিটি কর্মীদের গড়ে ৫০ মাস বা চার বছরের বেতনের সমান বোনাস দিচ্ছে। তবে কর্মীর চাকরির গ্রেড, পদ ইত্যাদির ওপর ভিত্তি করে বোনাসের পরিমাণও কমবেশি হচ্ছে। তাছাড়া, তাইওয়ানে যাদের সাথে চাকরির চুক্তি রয়েছে, শুধুমাত্র তারাই এটি পাচ্ছেন।
বিপুল অঙ্কের বোনাস দেওয়ার বিষয়টি কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করায়, ওই কর্মকর্তা তার পরিচয় গোপন রাখার শর্তে এসব কথা জানান।
তবে গত শুক্রবার এক সংবাদ বিবৃতিতে এভারগ্রিন জানায়, বছর শেষে কর্মী ও কোম্পানির বার্ষিক পারফরম্যান্সের ভিত্তিতেই সবসময় বোনাস দেওয়া হয়। এই বিষয়ে সেসময় বিস্তারিত কিছু জানানো হয়নি।
করোনা মহামারিতে ভোক্তা চাহিদায় ধস নামার পর, বিশ্বব্যাপী সংক্রমণ কমতেই জমে থাকা ভোক্তা চাহিদা বিপুল পণ্যের যোগানকে অপরিহার্য করে তোলে। এই সুবাদে চাঙ্গা হয় শিপিং বা জাহাজে পণ্য পরিবাহী শিল্প। ভোক্তা চাহিদার কল্যাণে এসময় মালবাহনের ভাড়াও বেড়েছে উল্লেখযোগ্য হারে। ফলে বিগত ২০২২ সালে এভারগ্রিন ২০.৭ বিলিয়ন ডলারের বেশি রাজস্ব অর্জন করেছে বলে প্রক্ষেপণ করা হচ্ছে। এটা তাদের ২০২০ সালের মোট রাজস্বের চেয়ে তিনগুণ বেশি।
২০২১ সালে সুয়েজ খালে এভারগ্রিন মেরিনের একটি জাহাজ আটকা পড়ে। এই ঘটনায় কিছুদিনের জন্য বিশ্ববাণিজ্যের অন্যতম ধমনী এই নৌপথে জাহাজ চলাচল বন্ধ ছিল। এতে পুরো বিশ্বের সরবরাহ চক্রেই ব্যাঘাত ঘটে। এসব ধাক্কা কাটিয়ে এখন সর্বোচ্চ ৫২ মাসের বেতনের সমান বোনাস দিচ্ছে তারা। গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানিয়েছে, তাইপে ইকোনমিক ডেইলি নিউজ। তাদের প্রতিবেদন অনুসারে, গত ৩০ ডিসেম্বর কিছু কর্মী ৬৫ হাজার ডলারের বেশি পেমেন্ট পেয়েছেন। তবে গণমাধ্যমটি তাদের সংবাদের সূত্র জানায়নি সেসময়।
এভারগ্রিনের সব কর্মীই অবশ্য এতটা ভাগ্যবান নন। কোম্পানির সাংহাই- ভিত্তিক কর্মীদের অভিযোগ, তাদের মাসিক বেতনের পাঁচ বা আটভাগের একভাগ বোনাস দিয়ে চরম বৈষম্য করা হয়েছে। চীনের গণমাধ্যম কাইশিন স্থানীয় কর্মীদের বরাত দিয়ে এতথ্য জানায়।