যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ১০, সন্দেহভাজন হামলাকারী পলাতক
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পার্শ্ববর্তী এক শহরে জনৈক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর রয়টার্স-এর।
চীনা লুনার নিউ ইয়ার উদযাপনকালে মনটেরি পার্ক নামক শহরে বলরুম নাচের এক অনুষ্ঠানে হামলা করেন ওই বন্দুকধারী। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন সন্দেহভাজন হামলাকারী। তাকে এখনো ধরা যায়নি বলে জানিয়েছে মার্কিন পুলিশ।
এ হামলায় আহত আরও ১০ জনকে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করানো হয়েছে। এদের মধ্যে কমপক্ষে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হামলার প্রায় পাঁচ ঘণ্টা পরে রবিবার ভোরে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ'স ডিপার্টমেন্ট।
এ হামলার পেছনের কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া হামলাকারীর বর্ণনা এবং হামলায় কী ধরনের বন্দুক ব্যবহার করা হয়েছে, তাও জানা যায়নি।
প্যাসিফিক মান সময় রাত ১০টায় এ বন্দুক হামলার ঘটনা ঘটে। নববর্ষ উদযাপন উপলক্ষে ওই স্থানে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের অনেকেই জড়ো হয়েছিলেন।
হামলার পর রবিবারের অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জাতিগত বিদ্বেষ থেকে এ হামলা করা হয়েছে কিনা, সে বিষয়েও এখনো নিশ্চিত হতে পারেনি শেরিফ বিভাগ।
প্রায় ৬০,০০০ লোকের বাস মনটেরি পার্ক শহরে। তার মধ্যে দুই-তৃতীয়াংশ বাসিন্দা এশিয়ান। এ শহরটি চীনা রেস্তোরাঁ ও মুদি দোকানের জন্য সুপরিচিত।
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায়ই গণ-বন্দুকহামলার ঘটনা ঘটে। এর আগে ২০২২ সালের মে মাসে টেক্সাসের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ১৯ শিক্ষার্থী ও দুই শিক্ষক নিহত হন।